ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রিকগনিশন সেরেমনির ঘোষণা এনটিভি ইউরোপের

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

mzamin

বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রিকগনিশন সেরেমনি ২০২৩ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস পুনঃআয়োজন করছে বৃটেনের মিডিয়া জগৎ ও বাঙালি কমিউনিটির প্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। আগামী বছর ৪ জুন ডার্বিশায়ারের গ্রা- রিভার সুইটে এই রিকগনিশন সেরেমনি অনুষ্ঠিত হবে। বার্মিংহাম এয়ারপোর্ট সংলগ্ন হলিডে ইন হোটেলের ল্যানকাস্টার সুইটে ব্যবসায়ীদের নিয়ে জাঁকজমকপূর্ণ এক প্রেস লঞ্চ অনুষ্ঠানে এই পুনঃআয়োজন ও প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরে এনটিভি ইউরোপের ম্যানেজমেন্ট টিম। উল্লেখ্য, ২০১৫ সালে এনটিভি ইউরোপের উদ্যোগে চালু হওয়া ব্যবসা ও ব্যবসায়ী বান্ধব এই আয়োজনটি করোনা মহামারির জন্য কয়েক বছর বন্ধ ছিল।  

ব্যারিস্টার সাম উদ্দিনের মনোমুগ্ধকর উপস্থাপনায় প্রেস লঞ্চ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত নানা পেশার দর্শকদের সামনে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠিতব্য রিকগনিশন সেরেমনির পরিকল্পনা ও প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন মকবুল চৌধুরী। 

এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন আগামী রিকগনিশন সেরেমনির দিনক্ষণ ঘোষণা করেন। তিনি বলেন, এনটিভি ইউরোপ যুক্তরাজ্যের স্ট্রাগলিং বিজনেসের প্রমোশনে সর্বাত্মকভাবে কাজ করে থাকে। এনটিভি ইউরোপের এই মেগা ইভেন্টের মাধ্যমে যুক্তরাজ্যের সাউথ এশিয়ান বিজনেসগুলোকে নিজেদের মধ্যে নেটওয়ার্কিং তৈরী, বিজনেস ডিল, অভিজ্ঞতা বিনিময় সহ সফল ও অনুপ্রাণিত ব্যবসায়ীরা রিকগনিশন পান। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটির পাশে থেকে সব সময় কাজ করে যাবার জন্য এনটিভি ইউরোপ বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের সকল পরিকল্পনা বিষদভাবে ব্যাখ্যার পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেই সঙ্গে অনুষ্ঠানকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। 

টুল বেইজ পাওয়ার্ড বাই এই মেগা ইভেন্টের বিভিন্ন তথ্য, স্পন্সর, রোড শো সহ নানা বিষয়ে অতিথিদের অবহিত করেন এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ও বিজনেস ফ্রেন্ডস অব এনটিভির প্রধান সমন্বয়ক ফারছু আহমেদ চৌধুরী।
এই প্রেস লঞ্চ অনুষ্ঠানে এনটিভির ডিরেক্টর মোস্তফা সারওয়ার বাবু, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির প্রেজেন্টার মুকিত মিয়া, টুল বেইজের মালিক হাফিজ সেলিম আহমদ, সিএন্ডএস হোম স্টোরের ডিরেক্টর গুরমিত সিং, নৌকা বাইচ সি, আইসির ডিরেক্টর জহুর উদ্দিন একলিম, কমিউনিটি লিডার কমরেড মসুদ আহমদ, লাল হাভেলীর সত্ত্বাধিকারী বিবিসি ওয়েলস সেলেব্রেটি কারি শেফ আবুল হোসেন, ফিল্ম মেকার মকবুল চৌধুরী, এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু চৌধুরী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব সভাপতি ও বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মোহাম্মদ মারুফ, বাংলা মেইল পত্রিকার সম্পাদক ও ছড়াকার সৈয়দ নাসির, দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি বদরুল আলম, চ্যানেল এস টিভির ব্যুরো প্রধান আতিকুর রহমান, দেশ-বিদেশ পত্রিকার বার্মিংহাম প্রতিনিধি সোহেল আহমদ চৌধুরী, বিঅনটিভির চেয়ারম্যান আবদুল জলিল ও স্বাধীন-বাংলা পত্রিকার সম্পাদক সলিসিটর ওবায়দুল কবির খোকন বক্তব্য দেন।

বিজ্ঞাপন
বক্তারা এনটিভি ইউরোপ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- বৃটেনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এনটিভি ইউরোপ বাঙালি কমিউনিটিকে সাথে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে ক্লান্তিহীনভাবে। তারই অংশ হিসেবে বাংলাদেশী ব্যবসায়ীদের সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছে নানাভাবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও এনটিভি ইউরোপ বাংলাদেশী কমিউনিটির জন্য নানাভাবে অগ্রনী ভূমিকা রাখবে। সেই সঙ্গে তারা ব্যক্ত করেন এনটিভি ইউরোপের যে কোন উদ্যোগে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার।  

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে- হবিগঞ্জ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মুন্তাকিম, নৌকা বাইচের ডিরেক্টর আবদুল কুদ্দুস রাজু, কমিউনিটি লিডার রহমত আলী, ব্যবসায়ী সেলু মিয়া, কাউন্সিলার নর্দামটন সিটি কাউন্সিল সৈয়দ মামুন আলী, বাংলাদেশ এসোসিয়েশন নর্দামটনের ভাইস চেয়ারম্যান ইকবাল খান এমবিএ, সেক্রেটারি জেবির মিয়া জেপি, এসিসটেন্ড ট্রেজারার আবদুল মতিন, এনটিভি নর্দামটন প্রতিনিধি এম এ ফাত্তা চৌধুরী, লেস্টারসিটি সিটি কাউন্সিলর আমিনুল তালুকদার, আবু তাহের এমবিই, চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার লেস্টারশায়ার আলিফ উদ্দিন, এটিএন বাংলার লেস্টারশায়ার ব্যুরো প্রধান বদরুল আলম উপস্থিত ছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচন-২০২৩/ মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status