ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

প্রবাস

ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেলে কাঙ্ক্ষিত মুক্তি আসবেই- সৈয়দ ইবরাহিম

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের যুক্তরাজ্য শাখা। সোমবার দুপুরে বার্মিংহাম সিটির স্মলহিথ রোডে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কল্যাণ পার্টি-ইউকে শাখার সভাপতি নজরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ ফরহাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পার্টির চেয়ারম্যান রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক। সভায় পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যে লক্ষ্য নিয়ে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ভোট ও ভাতের অধিকারের জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছি। সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেলে কাক্সিক্ষত মুক্তি আসবেই। সুতরাং আমাদের ঐক্য ও লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মামুন বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা ব্যবস্থাপনা আর রাজনীতি।

বিজ্ঞাপন
বর্তমানে আমলারাই সবকিছুর নিয়ন্ত্রক। রাজনীতিবিদদের হাতে রাজনীতির পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। একটা যুগোপযোগী পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যেই সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্য- ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সাইয়েদ জামশেদ আলী, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদির আবুল, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি এনামুল হক সাবির, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কামরুজ্জামান চুন্নু, জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা- জাসাসের ইউরোপ সমন্বয়ক ফয়সাল আহমেদ, বার্মিংহাম বিএনপির দপ্তর সম্পাদক সরওয়ার আহমদ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ, মৌলভীবাজার যুবকল্যাণ কাউন্সিল ইউকে’র সাইয়েদ মুজিবুর রহমান ও সিনিয়র একাউন্টেন্ড নওশাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ/ স্টেইজ ফর ইউথ ফাউন্ডেশনের অভিষেক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status