প্রবাস
ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেলে কাঙ্ক্ষিত মুক্তি আসবেই- সৈয়দ ইবরাহিম
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের যুক্তরাজ্য শাখা। সোমবার দুপুরে বার্মিংহাম সিটির স্মলহিথ রোডে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কল্যাণ পার্টি-ইউকে শাখার সভাপতি নজরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ ফরহাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পার্টির চেয়ারম্যান রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক। সভায় পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যে লক্ষ্য নিয়ে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ভোট ও ভাতের অধিকারের জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছি। সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেলে কাক্সিক্ষত মুক্তি আসবেই। সুতরাং আমাদের ঐক্য ও লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মামুন বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা ব্যবস্থাপনা আর রাজনীতি।