ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্যারিসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

আব্দুল মোমিত (রোমেল) ফ্রান্স থেকে

(১ বছর আগে) ১১ ডিসেম্বর ২০২২, রবিবার, ১১:৩৪ অপরাহ্ন

mzamin

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ও ঐতিহাসিক ঢাকা বিভাগীয় মহাসমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে ফ্রান্সে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার (১০ই ডিসেম্বর ২০২২) প্যারিসে ঐতিহাসিক মানবতা চত্ত্বর রিপাবলিকে এই সমাবেশ আয়োজন করে মানবাধিকার সংগঠন জাতীয়তাবাদী নগরিক মুক্তি পরিষদ ফ্রান্স। সংগঠনের সভানেত্রী শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখনে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সভাপতি সিরাজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের, এম এ রহিম, সিরাজুল ইসলাম, মাহবুবুল আলম রাঙ্গা, প্রফেসর তসলিম , মানিক মিয়া, কবির পাটোয়ারি সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রেজা, ইলিয়াস কাজল, রফিকুল ইসলাম জুয়েল, আব্দুল করিম মাষ্টার, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, সাংবাদিক মাহবুব হোসাইন, বাগপার সভাপতি এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন ।

সভাপতির বক্তব্যে শামীমা আক্তার রুবী বলেন, বাংলাদেশে অবৈধ আওয়ামী সরকার কর্তৃক চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ভোটাধিকার হরণ, ব্যক্তি ও সংবাদ মাধ্যমের বাকস্বাধীনতা হরণ এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বিরোধী মতের নেতা কর্মীদের নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা । জনস্বার্থের কোনো দাবি বা অধিকারকে কতৃত্ববাদী এই সরকার কোন পরোয়া করছে না। মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ করছে।  বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গুম, খুন,হত্যা,ধর্ষন, নারী নির্যাতন , বিচাবর্হিভুত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, দুর্নীতি , বিদেশে টাকা পাচার, শেয়ার মার্কেট, ব্যাংক লুটপাট বন্ধ করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে , ভোটারবিহীন সরকারকে পদত্যাগ করতে হবে।

প্যারিসে প্রচণ্ড শীত উপক্ষো করে মানবাধিকার দিবসের এই সমাবেশে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা বাংলাদেশে ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নাগরিক মুক্তি পরিষদের উপদেষ্টা ডঃ মোহাম্মদ কামরুল হাছান, সিনিয়র সহসভাপতি মোঃ লুৎফর রহমান, জিতেন্দ্র চন্দ্র, খোরশেদ আলম টিটু, তুহিন , মিলন, মিল্টন সরকার আহবায়ক সর্ব ইউরোপিয়ান যুবদল, মোঃ শফিকুর রহমান, দেওয়ান মাইনুদ্দিন, মোঃ আলামিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ভুইঁয়া, আতিকুজ্জামান আশিক, কাজি তুহিন, আহমেদ জুয়েল, আতিকুল হক আক্তার, আহমেদ জামিল, আব্দুল কাদির, এনামুল হক বিন বারিক, আহমেদ সাহেদ, আরিফ হোসেন, নাসিম আহমেদ, আব্দুর রব রানা,,মনির হোসেন মুন্না, জিশাদ রহমান,আনামুল হক, রাশেদ প্রধান, আজিমুল হক, আবু হানিফ, মোঃ ফখরুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনের কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status