ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের র‌্যালি ও সভা

শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সিলেট নগরীর পাড়া-মহল্লা থেকে ব্যানার-ফেস্টুন সম্বলিত মিছিল সহকারে নেতাকর্মীরা গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন। বেলা ১১টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী দুর্নীতি বিরোধী র‌্যালির উদ্বোধন করেন। বিভিন্ন প্লেকার্ড সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দুর্নীতি বিরোধী এক বিরাট গণসমাবেশে মিলিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সভাপতিত্বে এবং দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্নার যৌথ  পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আইন ও যুক্তিসংগত দুর্নীতির দায়ে শীর্ষ দুর্নীতিবাজদের মৃত্যুদণ্ডের বিধান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে ন্যায়পালের কার্যক্রম গঠন করা এখন অপরিহার্য। ২০০৮ সাল প্রণিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন ও দুর্নীতিবাজদের কাছ থেকে লুণ্ঠনকৃত অর্থ উদ্ধারে দুদক আইন সংশোধন করা খুবই জরুরি। কানাডার বেগমপাড়ায় দেশের হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শনাক্ত করে অর্থ উদ্ধার ও বিচার এখন জনগণের দাবি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মানবাধিকার সংগঠনের পক্ষে সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক রুহুল আমিন তালুকদার, ফোরামে কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, সরোজ ভট্টাচার্য্য, আফছারুজ্জামান আফছর, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য আজিজুল হক কাজী, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, আরিফুল ইসলাম নাহিদ, হেলাল আহমদ চৌধুরী, রিপন আহমদ, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল আহমদ, গণদাবি ফোরামের সংগঠক আব্দুল জলিল, মহানগর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলাম, শাহজাহান মিয়া, পিয়ার হোসেন প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status