ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘একই ভুল আবার করবে না স্পেন’

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবারmzamin

জাপানের কাছে হার থেকে শিক্ষা নিয়েছে স্পেন। দলের মাঝমাঠের খেলোয়াড় রদ্রি হার্নান্দেজ বলেছেন, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোতে একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। ম্যানচেস্টার সিটিতে খেলা রদ্রি বলেন, ‘এখন একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। কোথায় উন্নতি করা যায় এ নিয়ে সবসময়ই আলোচনা চলে। এমনকি কোনো ম্যাচে ভালো করার পরও আমরা নিজেদের নিয়ে বিশ্লেষণ করি।’
প্রিমিয়ার লীগ প্রতিদ্বন্দ্বী হাকিম জিয়াশ স্পেনের চ্যালেঞ্জের কারণ হতে পারে বলে মনে করেন রদ্রি। তিনি বলেন, ‘জিয়াশ অসাধারণ খেলোয়াড়। যখন শট নেয় সে ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে মরক্কোতে শুধু জিয়াশ একমাত্র খেলোয়াড় না। তাদের খুব ভালোমানের কয়েকজন খেলোয়াড় রয়েছে। তারা দলগতভাবে কাজ করে।

বিজ্ঞাপন
ম্যাচটা কঠিন হবে। কিছু কিছু ক্ষেত্রে সমান সমান। ওরা বেলজিয়ামকে ছিটকে দিয়েছে। ওদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।’
জাপানের বিপক্ষে ৮২% বল দখল আর শুরুতে লিড নিয়েও ২-১ গোলে হেরে যায় স্পেন। হিসাবে পুরো ম্যাচে জাপান খেলেছে মাত্র ১০ মিনিট। সেই ১০ মিনিটেই এলোমেলো স্পেন। ৪৮ ও ৫১তম মিনিটে দুই গোল আদায় করে নেয় জাপান। রদ্রি বলেন, ‘১০ মিনিটের একটা ধস ছিল ওটা। আমাদের এ জায়গায় উন্নতির প্রয়োজন। আমাদের সতর্ক করা হয়েছে এমনটা যেন আর না ঘটে। কোচের বার্তা পরিষ্কার। খেলোয়াড়দের দায়িত্বশীল হতে হবে। আমরা আনন্দ নিয়েই অনুশীলন করেছি। পরবর্র্তী রাউন্ডে যেতে চাই। জানি সেখানে যাওয়ার জন্য যোগ্য আমরা।’ ম্যানচেস্টার সিটিতে সেন্ট্রাল মিডফিল্ডে খেললেও জাতীয় দলে রয়েছেন রদ্রি সেন্টারব্যাকের ভূমিকায়। ২৬ বছর বয়সী রদ্রি হয়ে উঠেছেন এনরিকের একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। গ্রুপপর্বে তিন ম্যাচেই খেলেছেন। রদ্রি বলেন, ‘দলে আমার ভূমিকা অন্য সেন্ট্রাল ডিফেন্ডারদের মতোইÑ ব্যাক লাইন থেকে পাস দেওয়া, ধারাবাহিকতা ও দৃঢ়তা ধরে রাখা।’

 

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status