ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

কোন পথে জাপা?

স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

জাতীয় পার্টিতে কয়েক দিনের টানাপড়েনের পর এবার সমঝোতার দৃশ্যপট সামনে এসেছে। সংসদের বিরোধী দলের নেতার পদ থেকে রওশন এরশাদের পক্ষ থেকে দলের কাউন্সিল আহ্বান, রওশনকে  বিরোধী দলের নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি এবং দলের চেয়ারম্যানের দায়িত্ব পালনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞায় টালমাটাল অবস্থায় পড়ে দলটি। এই তিন ইস্যুতে দলে স্পষ্ট বিভক্তি দেখা দেয়। পাল্টাপাল্টি বহিষ্কার হন বেশ কয়েকজন নেতা। এমন অবস্থায় সোমবার বিরোধী দলের নেতা রওশন এরশাদের দেশে ফেরার পর নতুন দৃশ্যপট দেখা যাচ্ছে। অবশ্য জিএম কাদেরের বিরুদ্ধে দলের নেতা জিয়াউল হক মৃধার মামলা করার পর থেকেই এক ধরনের সমঝোতার আভাস পাওয়া যাচ্ছিলো। সোমবার রওশন দেশে ফেরার পর তাকে অভ্যর্থনা জানাতে জিএম কাদেরপন্থি নেতাদের বিমানবন্দরে যাওয়ায় এই সমঝোতার বিষয়টি আরো পরিষ্কার হয়। গতকাল সকালে রওশন এরশাদকে দেখতে তার হোটেল স্যুটে যান জিএম কাদের। তারা দু’জনে এক টেবিলে নাশতাও সেরেছেন বলে দলের নেতারা জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি রওশন এরশাদ বিমানবন্দরে যে ঐক্যের বার্তা দিয়েছিলেন তা সামনে রেখেই নেতারা বিভেদ ভুলে একসঙ্গে চলতে চান।

বিজ্ঞাপন
এমন অবস্থায় গতকালই হাইকোর্টের এক আদেশে জিএম কাদেরের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসে। সব মিলিয়ে দলে বিদ্যমান বিভেদ কেটে যাচ্ছে বলে আপাতত মনে করা হচ্ছে। 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। কারণ পার্টি যে সমঝোতার পথে এসেছে সেখানে তৃতীয়পক্ষ সক্রিয় ছিল। তৃতীয়পক্ষের পরামর্শ ও চাপের কারণেই জিএম কাদেরের অনুসারী নেতারা নমনীয় হয়েছে। বিশেষ করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের মনোনীত প্রার্থীকে রওশন এরশাদের সরাসরি সমর্থনকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। এখন সামনে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নসহ পার্টির কাউন্সিল ও নেতৃত্ব নির্বাচনে দুইপক্ষের কী অবস্থান হয় তা দেখার অপেক্ষা। অনেকে বলছেন এসব বিষয়ে বিদ্যমান বিভেদ সময়ে সময়ে বেড়ে যেতে পারে। নির্বাচন সামনে রেখে পরিবর্তন হতে পারে পার্টির অবস্থানও। বিশেষ করে রওশন এরশাদ সরকারের সঙ্গে থেকেই নির্বাচনী মাঠে থাকতে আগ্রহী। কিন্তু জিএম কাদেরের অনুসারীরা পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়ার পক্ষে। এমন অবস্থায় তৃতীয়পক্ষের চাপ কতটুকু হয় সেটিও বিবেচনায় নিচ্ছেন কাদেরের অনুসারীরা।  

 রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে অবস্থানরত বিরোধীদলীয় নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়। তারা উভয়ে নিজ নিজ স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ উপস্থিত ছিলেন। জিএম কাদেরের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা নেই ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে গোলাম মোহাম্মদ কাদেরের ওপর নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। গতকাল বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এই স্থগিতাদেশের ফলে দলীয় সিদ্ধান্ত গ্রহণে বাধা দূর হলো। উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্বপালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০শে অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলাজজ আদালত জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। জাপার দলীয় সিদ্ধান্ত গ্রহণে দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন জিএম কাদের। গত ১৬ই নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলাজজ মাসুদুল হক সেই আবেদন খারিজ করে দেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status