কলকাতা কথকতা
কাতারে মেসির গোলে কলকাতায় উচ্ছ্বাস
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

মারাদোনা যুগের আগে পর্যন্ত কলকাতা ছিল ব্রাজিলময়। মারাদোনা ১৯৮৬তে তাঁর অসাধারণ ফুটবল দিয়ে কলকাতাবাসীর মন জয় করে নেন। তারপর থেকেই কলকাতা অর্ধেক ব্রাজিলের অর্ধেক আর্জেন্টিনার। শনিবার সকাল থেকে কলকাতা শহর মুড়ে ফেলা হয়েছিল আর্জেন্টিনার আকাশি নীল আর সাদা পতাকায়। গড়িয়ায় বালি দিয়ে বানানো হয়েছিল মেসির মূর্তি। কালীঘাটে বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ফ্যানরা। ডু অর ডাই ম্যাচে আর্জেন্টিনা যেন না হারে। শনিবার রাতে আর্জেন্টিনার প্রথমার্ধের পারফরমেন্স দেখে যখন বিমর্শ কলকাতা। তখন ৬৪ মিনিটে মেসি জেগে উঠলেন। তাঁর পঁচিশ গজ দূর থেকে নেওয়া বাঁক খাওয়ানো শট মেক্সিকোর জালে ঢুকতেই মধ্য রাতের নিস্তব্ধতা ভেদ করে যেন গর্জন আছড়ে পড়লো।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]