ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

আয়াতকে হত্যার লোমহর্ষক বর্ণনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ নভেম্বর ২০২২, শনিবার
mzamin

৬ বছর বয়সী ছোট্ট শিশু আলিন ইসলাম আয়াত। বাবা-মায়ের সঙ্গে থাকতো চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায়। গত ১৫ই নভেম্বর বিকালে বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে বের হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকজন অনেক জায়গায় ধরনা দিয়েও আদরের এই শিশুর আর খোঁজ পায়নি। বাবা সোহেল রানা থানায় নিখোঁজের ডায়েরিও করেন। শেষ পর্যন্ত  নিখোঁজের ১০ দিন পর শিশুটির অন্তর্ধান রহস্যের জট খুলেছে। মূলত মুক্তিপণের  জন্য অপহরণের পর এই ফুটফুটে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ৬ টুকরো করে সাগরপাড়ের বেড়িবাঁধে ফেলে দেয় দাদার বাড়ির সাবেক ভাড়াটিয়া আবির আলী। 

গত বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে সিপিজেডের আকমল আলী রোডের পকেট গেট এলাকা থেকে ঘাতক আবির (২০)কে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম। পরে সে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার দেয়া স্বীকারোক্তি অনুসারে ঘটনার সময় শিশুটির পরনে থাকা কাপড়, জুতা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়। তবে গতকাল সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা যায়নি। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান মানবজমিনকে বলেন, ‘মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতদের সাবেক ভাড়াটিয়া আবির আলী ১৫ই নভেম্বর বিকালে তাকে  অপহরণ করে। এ সময় আয়াত চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ আকমল আলী সড়কে তার বাসায় নিয়ে ছয় টুকরো করে দুইটি ব্যাগে ভর্তি করে। পরের দিন সকালে কাট্টলীর সাগরপাড়ে ব্যাগ দুইটি ফেলে দেয়। আসামি আবিরের দেয়া তথ্যানুযায়ী আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, আয়াতের পরনের কাপড় উদ্ধার করলেও লাশের টুকরো উদ্ধার করতে পারিনি।’ জানা যায়, আয়াতের খুনি আবির আলী পেশায় একজন গার্মেন্টকর্মী। এক সময় তিনি আয়াতের দাদার ভাড়া বাসায় থাকতেন। তিনি ভাবতেন আয়াতদের অনেক টাকা পয়সা।

 তাই মূলত আয়াতকে অপহরণ করে বড় অঙ্কের মুক্তিপণ আদায় করা ছিল তার উদ্দেশ্য। এরমধ্যে ছয় মাস আগে তিনি রাস্তায় একটি মোবাইলের সিম কার্ড পান। আয়াতকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নতুন মোবাইল কিনে ওই সিম সেখানে সংযুক্ত করেন। তবে অপহরণের সময় আয়াত মারা গেলে সে সিম তার আর কাজে আসেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, আবির আলী পেশায় একজন গার্মেন্টকর্মী। এক সময় সে আয়াতের দাদা বাড়ির ভাড়াটিয়া ছিল। বর্তমানে আকমল আলী সড়কে থাকে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনার সময় আয়াতের পরনে থাকা জামা, জুতা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি-কাটার উদ্ধার করেছি। এদিকে শিশু আয়াতের পরিবারে চলছে শোকের মাতম। আয়াতের মা-বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। আয়াতের স্বজনরা উদ্ধার করা জুতা, জামা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status