খেলা
রেকর্ড জুটিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড
স্পোর্টস রিপোর্টার
২৬ নভেম্বর ২০২২, শনিবার
৩০৬ রান করেও পরাজয় বরণ করেছে শিখর ধাওয়ানের ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক ধাওয়ান ১২৪ রানের ওপেনিং জুটি গড়েন শুভমান গিলের সঙ্গে। ৬৫ বলে ১ চার ও ৩ ছয়ে ৫০ রান করেন গিল। ধাওয়ান থামেন ৭৭ বলে ১৩ চারে ৭২ রান করে। তারা ফিরে গেলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩০৭ রানের লক্ষ্য দিয়ে মাঠ ছাড়ে ভারত। কে জানতো রেকর্ড গড়েই তাদের হারাবে ব্ল্যাক ক্যাপসরা! উইলিয়ামসন-ল্যাথামের ২২১ রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ৭ উইকেটের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে যা কিউইদের সর্বোচ্চ জুটি। এই সংস্করণে সফল রান তাড়ায় চতুর্থ উইকেটে সব দল মিলিয়ে এটাই সেরা জুটি। যদিও লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি তাদের।