ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

রেকর্ড জুটিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
২৬ নভেম্বর ২০২২, শনিবার
mzamin

৩০৬ রান করেও পরাজয় বরণ করেছে শিখর ধাওয়ানের ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক ধাওয়ান ১২৪ রানের ওপেনিং জুটি গড়েন শুভমান গিলের সঙ্গে। ৬৫ বলে ১ চার ও ৩ ছয়ে ৫০ রান করেন গিল। ধাওয়ান থামেন ৭৭ বলে ১৩ চারে ৭২ রান করে। তারা ফিরে গেলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩০৭ রানের লক্ষ্য দিয়ে মাঠ ছাড়ে ভারত। কে জানতো রেকর্ড গড়েই তাদের হারাবে ব্ল্যাক ক্যাপসরা! উইলিয়ামসন-ল্যাথামের ২২১ রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ৭ উইকেটের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে যা কিউইদের সর্বোচ্চ জুটি। এই সংস্করণে সফল রান তাড়ায় চতুর্থ উইকেটে সব দল মিলিয়ে এটাই সেরা জুটি।  যদিও লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ৮৮ রানে ৩ উইকেটের পতনে বিপদেই পড়েছিল নিউজিল্যাড। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও উইকেটরক্ষক টম ল্যাথাম। বলের সঙ্গে রানের সমীকরণ মেলাতে অবশ্য বেশি সচেষ্ট ছিলেন টম ল্যাথাম। দু’জনের পাহাড়সম জুটিতেই ধরা দেয় জয়। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ১০৪ বলে ১৯ চার ও ৫ ছয়ে ১৪৫ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। ৯৮ বলে ৭ চার ও ১ ছয়ে ৯৪* রান করেন কেন উইলিয়ামসন।  ঘরের মাঠে এ নিয়ে টানা ১৩টি ওয়ানডে জিতলো নিউজিল্যান্ড। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর নিজ আঙিনায় এই সংস্করণে হারেনি তারা। এর আগে ২০১৫ সালে দেশের মাটিতে টানা ১২ ওয়ানডে জিতেছিল কিউইরা। এ জয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগে চারে নিউজিল্যান্ড। ১৬ ম্যাচে ১২০ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকা বাংলাদেশ ও পাকিস্তান পরের দুই স্থানে। ১৯ ম্যাচে ১২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।  ব্যাট করতে নেমে ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ান ও শুভমান গিলের উদ্বোধনী ১২৪ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় ভারত। লকি ফার্গুসনের বলে ৩ ছক্কা ও ১ চারে ৫০ করা গিল বিদায় নেন। পরের ওভারে টিম সাউদি ফিরিয়ে দেন ১৩ চারে ৭২ রান করা ভারপ্রাপ্ত অধিনায়ক ধাওয়ানকে। ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব হতাশ করলে ইনিংস এগিয়ে নেন শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। পঞ্চম উইকেট জুটিতে ৭৭ বলে ৯৪ রান যোগ করেন এই দু’জন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সাউদির বলে থামেন ৪টি করে ছক্কা-চারে ৮০ রান করা শ্রেয়াস। শেষদিকে ওয়াশিংটনের ৩টি করে চার-ছক্কায় ১৬ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে তিনশ’ ছাড়ায় ভারতের রান। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন দুই পেসার সাউদি ও ফার্গুসন।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status