কলকাতা কথকতা
আর্জেন্টিনা, জার্মানির অবস্থা দেখে কলকাতার সেলেসাও ভক্তরা সতর্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ অপরাহ্ন

কেউ ব্রাজিলের জার্সির রঙয়ে নিজের বাড়ি রঙ করিয়েছেন, কেউ নিজের বাড়ির নাম রেখেছেন ব্রাজিল হাউস। কিন্তু, বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানির পরাজয় দেখে সতর্ক কলকাতার ব্রাজিল অনুরাগীরা। বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে সেলেসাওরা। কলকাতার ব্রাজিল ফ্যানরা বলছে- ভুলে গেলে চলবে না, বাছাই পর্বে সার্বিয়া রোনালদোর দল পর্তুগালকে হারিয়েছিল। বেহালার সৌভিক মজুমদার নিজের বাড়ির রঙ করেছেন হলুদ আর সবুজ। ব্রাজিল এর জার্সির রঙ। বললেন, আজকের ম্যাচটা নিয়ে চিন্তায় আছি, সিডেড টিম গুলোর যা অবস্থা দেখছি! রঞ্জন পাল নিজের বাড়ির নাম দিয়েছেন, ব্রাজিল হাউস। ব্রাজিল এর পতাকা আর রঙয়ে সমৃদ্ধ বাড়ি। রঞ্জন এর প্রতিবন্ধী শিশুপুত্র ব্রাজিল এর সমর্থক। ওর মুখে যেন বৃহস্পতিবার গভীর রাতে হাসি ফোটে - এটাই রঞ্জনের একমাত্র প্রার্থনা। নেইমার কি এই ম্যাচে পেলের সাতাত্তর গোল করার রেকর্ডটি ছাড়িয়ে যেতে পারবেন? দু গোল পিছিয়ে আছেন নেইমার। কলকাতাবাসীর আশা, নেইমার সার্বিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলেকে টপকে যান। পাশাপাশি দুর্দান্ত খেলেন গাবরিয়েল জেসুস এবং ফ্যাব্রিয়ানহো। তবু এই সত্ত্বেও কলকাতা সাবধানে হাঁটতে চাইছে। আর্জেন্টিনার মত সৌদি আরবের কাছে অথবা জার্মানির মত জাপানের কাছে হারের মত কিছু হোক তারা চান না। চান - সেলেসাওরা বিজয়ী বীরের বেশেই ফিরে আসুক। কলকাতার নাইট জয়েন্টগুলিও বৃহস্পতিবার এর ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের আশা, বিয়ারের স্রোত বয়ে যাবে বৃহস্পতিবার রাতে। ব্রাজিল বলে কথা!