খেলা
রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করলো ম্যানইউ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন

টকটিভি’র পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কড়া সমালোচনা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের এমন আচরণে তার সঙ্গে চুক্তি বাতিল করলো প্রিমিয়ার লীগের ক্লাবটি।
মঙ্গলবার রাতে ম্যানইউ জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাৎক্ষণিকভাবে এটি (চুক্তি বাতিল) কার্যকর হবে।’
২০০৩ সালে স্পোর্টিং লিসবন ছেড়ে প্রথম দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ সাল পর্যন্ত খেলে ম্যানইউর হয়ে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেছিলেন তিনি। এরপর ২০২১ সালে দ্বিতীয় দফায় ওল্ড ট্রাফোর্ডে এসে ৪০ ম্যাচে ১৯ গোল করেন রোনালদো। ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘দুই দফায় ম্যানইউর হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করে দলের সাফল্যে অবদান রাখায় তাকে আমরা ধন্যবাদ জানাই। তার পরিবার এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ে কোনো প্রভাব পড়বে না জানিয়ে ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানইউর উন্নতি অব্যাহত থাকবে। দলীয় প্রচেষ্টায় মাঠে সাফল্য পেতে চাই আমরা।’
দ্বিতীয় দফায় রোনালদোর ম্যানইউ যাত্রা সুখকর হয়নি। ২০২১-২২ মৌসুমে সিআরসেভেন ছন্দ দেখালেও ব্যর্থ হয় তার ক্লাব।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট / পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা
কোপা আমেরিকা / গ্রুপ অফ ডেথে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]