কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মধ্যেই বিজেপির দেউচা পাচামিতে শিল্প বিরোধী সমাবেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন

বুধ এবং বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনে রাজ্য সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আর তার মধ্যেই দেউচা পাচামিতে বঙ্গ বিজেপির বিক্ষোভ সমাবেশ। তৃণমূল কংগ্রেস বিজেপির এই সমাবেশের উদ্যোগের মধ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটকে ধাক্কা দেয়ার চেষ্টাই দেখছে। প্যান্ডেমিকের জন্য ২০২১ সালে হয়নি এই সামিট। এবার দেশ-বিদেশের শিল্পপতিরা আসছেন। এরইমধ্যে দেউচায় বিক্ষোভ প্রদর্শন উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে তৃণমূল। দু’দিনের বিজনেস সামিটে মুকেশ আম্বানি, গৌতম আদানিরা ছাড়াও আসছেন হিন্দুস্তান ইউনিলিভার কর্তা সঞ্জীব মেহরা, আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা, স্টেট ব্যাংক-এর চেয়ারম্যান দীনেশ খাড়া, মাহিন্দ্রা গ্রুপের আনিস শাহ, জে এস ডবলু গ্রুপের সাজ্জন জিন্দাল, আইটিসির সঞ্জীব পুরি, আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা, ইউনিভার্সাল সাকসেস-এর প্রসূন মুখোপাধ্যায়, পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এর মত শিল্পপতিরা। বৃটেনের ৪৯ জন শিল্পপতিও আসছেন।
এর মধ্যে দেউচার বিক্ষোভ বিজেপির অসাধু একটি চাল বলেই মনে করছে তৃণমূল। এটি সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এর আগের দুটি সামিট থেকে প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকার লগ্নি ও লগ্নির প্রতিশ্রুতি এসেছে বলে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও আর্থিক উপদেষ্টা অমিত মিত্র জানিয়েছেন।