কলকাতা কথকতা
কলকাতা কথকতা
মমতার রাজ্যে লগ্নি করতে চান বৃটিশ শিল্পপতিরা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:১৩ অপরাহ্ন

একটা সময় বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ করতো এই ভারতে। স্বাধীনতার বহু আগের ঘটনা। তারপর তারা পাততারি গোটায় ভারত থেকে, বাংলা থেকেও। বহু বছর পড়ে বৃটিশ শিল্পপতিরা আগ্রহ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে আসছেন ৪৯ জন শিল্পপতি। বৃটিশ দূতাবাস জানাচ্ছে প্রত্যেকেই বড় মাপের শিল্পপতি। তারা বাংলার বর্তমান অবস্থা স্থিতিশীল দেখেই লগ্নি করতে চান। কলকাতায় সামিটে অংশ নেয়া ছাড়াও তারা ঘুরে দেখবেন পরিকাঠামো এবং অন্য ব্যবস্থাও।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এবার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতিরা। আসছেন দুই বিজনেস টাইকুন মুকেশ আম্বানি ও গৌতম আদানি।