বাংলারজমিন
মির্জাগঞ্জে অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবারমির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করেন ছাত্র অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন। কাউকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ কমিটি গঠন করেন। কোনো রকম ভোটার তালিকা প্রকাশ না করে, প্রচারণা ছাড়াই তিনি এ কমিটি করেন। মানববন্ধনের মাধ্যমে অবৈধ কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন বলেন, সকল নিয়ম মেনেই কমিটি হয়েছে। এখানে অবৈধভাবে কিছু করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুধু নিয়ম অনুসারে কমিটি গঠন করেছি। অনুমোদন বোর্ড দিয়েছে। এ বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে। উল্লেখ্য, গত ৮ই মার্চ মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদারকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।