বাংলারজমিন
তালতলিতে ব্রিজ ভেঙে শিক্ষার্থী আহত, নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার
বরগুনার তালতলীতে ব্রিজ ভেঙে নীড়া মনি নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর ৪টি দাঁত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। চলাচলে বিকল্প ব্যবস্থা না থাকায় নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে শিক্ষার্থী নীড়া মনি কলেজে আসার পথে ব্রিজটি ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন নীড়া। তিনি তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই নতুন ব্রিজ চেয়ে বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২০ থেকে ২৫ বছর আগে জেলা পরিষদ থেকে উপজেলার বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ছাতনপাড়া ও ঠংপাড়া সংযোগ ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের বছর দশেকের ভেতরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। এই ব্রিজটি দিয়ে তালতলী সদর বাজারসহ এলাকার প্রায় ৪টি গ্রামের ৫ হাজার মানুষ চলাচল করে। একই সঙ্গে তালতলী সরকারি কলেজ ও ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে। ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো নষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা বিভিন্ন দপ্তরের আবেদন করেও মেলেনি সংস্কার বা নতুন ব্রিজ। বাধ্য হয়ে গ্রাম থেকে টাকা তুলে বারবার সংস্কার করে চলাচল করে এলাকাবাসী। এদিকে গতকাল সকালে নীড়া মনি নামের এক কলেজ শিক্ষার্থী কলেজের উদ্দেশ্য রওয়ানা হয়। ব্রিজটিতে ওঠার সঙ্গে সঙ্গে ভেঙে খালে পড়ে যায়। এতে ওই শিক্ষার্থীর মুখের চারটি দাঁত ভেঙে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নেয়। জনসাধারণ ও স্কুলশিক্ষর্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, এই ব্রিজটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। এটার মেয়াদ শেষ হয়ে গেছে। এই ব্রিজটির বিষয়ে মাসিক মিটিং উত্থাপন করেছেন। নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তিনি আরও বলেন বিকল্প ভাবে চলাচলের জন্য ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।