বাংলারজমিন
বর্ষীয়ান রাজনীতিবিদ জাফরুল ইসলাম চৌধুরী আর নেই
বাঁশখালী, (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ নভেম্বর ২০২২, বুধবার
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক উপ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মৃত্যুকালে জাফরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় এবং বিকাল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা শেষে বাঁশখালী নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বর্ষীয়ান এই রাজনীতিক ১৯৫০ সালের ১৪ই অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।