ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

আত্মহত্যা নয়, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এমপিকে মানুষ পিটিয়ে মেরেছে: ফরেনসিক রিপোর্ট

মানবজমিন ডিজিটাল

(৩ বছর আগে) ১৩ মে ২০২২, শুক্রবার, ৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন

mzamin

সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার লাশ উদ্ধার করা হয়েছিল।

শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে তখন স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, ক্ষমতাসীন রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) এর অমরাকীর্থি আথুকোরালা নামের ওই এমপি বিক্ষোভকারীদের সামনে পড়েছিলেন। এক সময় তার গাড়ি আটকানো হলে তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। গুলিতে দুইজন গুরুতর আহত হন। একপর্যায়ে নিকটস্থ একটি ভবনে আশ্রয় নেন ওই এমপি। আন্দোলনকারীরা ওই ভবনটি ঘিরে ফেলেন। অল্প সময় পর লাশ পাওয়া যায়।

সে সময় পুলিশ জানিয়েছিল, নিজের রিভলভারের ছোড়া গুলিতেই নিহত হয়েছিলেন এমপি অমরাকীর্থি। তবে পুলিশের ওই দাবি ভুল প্রমাণ করে ফরেনসিক রিপোর্ট বলছে, উত্তেজিত জনতাই তাকে পিটিয়ে হত্যা করেছিল।

ময়নাতদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে লঙ্কাদীপ সংবাদপত্র বলছে, "একাধিক আঘাত, হাড় ভেঙে যাওয়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে এমপির মৃত্যু হয়েছে, তবে তার দেহে কোনো গুলির আঘাত ছিল না।"

অবশ্য ওই প্রতিবেদনে এটা উঠেছে যে এমপির সাথে থাকা তার পুলিশ দেহরক্ষী বন্দুকের গুলিতে মারা গেছেন। কারা গুলি চালিয়েছিল তা তদন্ত করে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

১০

গুঁড়িয়ে দেয়ার দাবি অসত্য/ বাংলাদেশি কূটনীতিকের তেহরানের বাসা অক্ষত!

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status