প্রবাস
মিলানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
(৪ মাস আগে) ৩০ অক্টোবর ২০২২, রবিবার, ১১:২৬ পূর্বাহ্ন

‘বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করুন, দেশ ও জাতির উন্নয়নে অংশীদার হোন’- এই স্লোগানকে সামনে রেখে ইতালির মিলানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার
সন্ধ্যায় ইতালির মিলানোস্থ তাজমহল রেষ্টুরেন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিতে সফররত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এতে সভাপতির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির ম্যানেজার মোঃ হামিদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন এজেন্টগণ ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশি প্রবাসীরা। অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময়ে রেমিট্যান্স প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান। ইতালিতে ব্যাংকটির শাখা চালু করার আশাবাদ ব্যক্ত করেন। এসময়ে প্রবাসীরা ব্যাংকটির প্রতিটি শাখায় প্রবাসী ডেক্স খোলার দাবি জানান।