খেলা
প্রিমিয়ার লীগের মাসসেরা রোনালদো
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ১৩ মে ২০২২, শুক্রবার, ২:৪৪ অপরাহ্ন

দুর্দিন চলছে ওল্ড ট্রাফোর্ডে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লীগের টিকিটও নিশ্চিত করতে পারেনি। দল ছন্দে না থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো আপন আলোয় উজ্জ্বল। নৈপুণ্যের পুরস্কার স্বরূপ প্রিমিয়ার লীগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হলেন পর্তুগিজ সুপারস্টার।
এপ্রিলে ছয় ম্যাচ খেলে ম্যানইউর জয় মাত্র একটিতে। সেই জয়ের ম্যাচেই রোনালদো করেন দারুণ হ্যাটট্রিক। সবমিলিয়ে মোট ৫ গোল করেন তিনি। রোনালদোর গোল থেকে ম্যানইউ পায় ৪ পয়েন্ট। সেরা হওয়ার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা এবং গ্যাব্রিয়েল জেসুসকে পেছনে ফেলেন রোনালদো।
এবারই অবশ্য প্রথম নয়। দ্বিতীয় দফায় ম্যানইউতে যোগ দিয়ে গত সেপ্টেম্বরেও প্রিমিয়ার লীগ সেরা হন রোনালদো। সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মাসসেরার স্বীকৃতি পেলেন রোনালদো।
এপ্রিলের সেরা নির্বাচিত হয়ে রোনালদো লিখেছেন, ‘আমার দ্বিতীয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ। আজকে আমি আমার শুরুর দিনগুলোর মতোই খুশি। জয় ও সাফল্যের ক্ষুধা কখনো কমে না আমার। সবাইকে ধন্যবাদ, যারা এটি সম্ভব করেছেন।’
নিজে ফর্মে থাকলেও দলের দুর্দশার কারণে রোনালদোর দলবদলের গুঞ্জন চাউর হয়েছে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে স্যার অ্যালেক্স ফার্গুসনের দ্বারস্থ হয়েছিলেন সিআরসেভেন। ম্যানইউ কিংবদন্তি ফার্গুসন তাকে, ওল্ড ট্রাফোর্ডে থাকতে পরামর্শ দিয়েছেন। রোনালদো ম্যানইউতে থিতু হলে ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের ছয় নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যাম এগিয়ে সাত পয়েন্টে।