ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

হকিতে টানা নবম জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২২, শুক্রবার
mzamin

এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাইয়ে গ্রুপসেরা হলো বাংলাদেশ। গতকাল গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারায় লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচটি সহজ ছিল না বাংলাদেশের। ম্যাচজুড়ে দারুণ চ্যালেঞ্জ জানায় অপেক্ষাকৃত দুর্বল দল সিঙ্গাপুর। শেষ পর্যন্ত রকিবুল হাসানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। রকিবুল হাসান জয়সূচক একমাত্র গোলটি আদায় করেন ম্যাচের ১৯তম মিনিটে। ম্যাচের যখন ১ মিনিট ৩৩ সেকেন্ড বাকি, পেনাল্টি স্ট্রোক পায় সিঙ্গাপুর। কিন্তু  সিঙ্গাপুরের খেলোয়াড়ের নেয়া হিট নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলকিপার বিপ্লব কুজুর। যদিও বিপ্লব নন, ম্যাচসেরা হয়েছেন সিঙ্গাপুরের গোলকিপার। পুরো ম্যাচে বাংলাদেশের একের পর এক গোলের চেষ্টা নস্যাত করেন তিনি। গত ১৪ই মার্চ জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন কাপে সিঙ্গাপুরকে বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল ৭-০ গোলে। আর গতকাল ম্যাচ শেষে  মুঠোফোনে বাংলাদেশ হকি দলের কোচ ইমান গোবিনাথান বলেন, ?‘আমরা আজ বড় ব্যবধানেই জিততে পারতাম। কিন্ত একটির বেশি গোল করতে পারিনি। এটা চরম হতাশার। গোল করতে না পারা এখন আমাদের জন্য বিরাট এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় আমরা খুবই বাজে করছি। যেভাবেই হোক, সামনে আমাদের ভালো গোলদাতা খুঁজে বের করতে হবে।’ আন্তর্জাতিক হকিতে এটি বাংলাদেশের টানা ৯ম জয়। গত মার্চে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ জেতে টানা ছয় ম্যাচ। এরপর থাইল্যান্ডে চলমান এশিয়ান গেমস হকির বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতলো রাসেল মাহমুদ জিমিরা। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আগের ম্যাচেই এশিয়ান গেমস ও চলতি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয় জিমি-আশরাফুলদের। গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। গ্রুপে নিজেদের শেষ খেলায় সিঙ্গাপুরকে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় রাসেল 
মাহমুদ জিমিরা। আজ টুর্নামেন্টের কোনো খেলা নেই। আগামীকাল সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হিসেবে ‘এ’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ওমান। গত মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে দল। এর আগে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করেছিল বাংলাদেশ আন্তর্জাতিক হকিতে বাংলাদেশ সর্বশেষ হার দেখে ২০২১ সালের ১৯শে ডিসেম্বর, পাকিস্তানের বিপক্ষে ৬-২ গোলে। ২০১৮ সালের আগস্টে জাকার্তায় এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হারার পর দীর্ঘ ৪০ মাস আন্তর্জাতিক হকির বাইরে ছিল দল। ডিসেম্বরে ঢাকার চ্যাম্পিয়নস ট্রফিতেই এরপর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে হার দেখে লাল-সবুজ দল।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status