প্রবাস
মাদ্রিদে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উপদেষ্টা পরিষদ পরিচিতি সভা
বকুল খান, স্পেন
(১১ মাস আগে) ২১ অক্টোবর ২০২২, শুক্রবার, ৪:৩২ অপরাহ্ন

বৃহত্তর সিলেটের মাদ্রিদ প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেন-এর উদ্যোগে এক বর্ধিত সভা ও উপদেষ্টা পরিষদ পরিচিতি অনুষ্ঠান গত ১৯ অক্টোবর মাদ্রিদের দেশ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মোজাক্কিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আলমের পরিচালনায় সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আশফাকুল হককে প্রধান করে গঠিত উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেনঃ বাংলাদেশ এসোসিয়েশন- এর সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, এ কে মাসুক আহমেদ, দবির তালুকদার, সোহেল আহমদ সামসু, সাংবাদিক বকুল খান, আব্দুর রশিদ, আব্বাস উদ্দিন, আবুজাফর রাসেল এবং খায়রুজ্জামান জামান। কমিটির পক্ষ থেকে নবগঠিত উপদেষ্টা পরিষদকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভায় ৭ সদস্য বিশিষ্ট উপকমিটির মাধ্যমে গ্রেটার সিলেট এসোসিয়েশনের কার্যকরী কমিটি বর্ধিত করণের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে কার্যকরী কমিটির পক্ষে উপদেষ্টা পরিষদকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ- সভাপতি আমিনুর রশিদ রাজু, সদস্য ছায়েদ মিয়া,সহ সভাপতি আলী হুসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক সিপার আহমদ, সহ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বপন,মোহাম্মদ রফিকুর রহমান রফিক, হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, সাংবাদিক সাইফুল আমিন, মাসুদ আহমেদ,ধর্ম সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান খান নভেল,ক্রিড়া সম্পাদক সায়েখ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক খিজির মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জিয়াউল হক জুমন ও সাইদুল হক টিপু সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা কমিউনিটিতে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে সমাজ সেবায় নিজেদেরকে সচেষ্ট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]