ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

প্রবাস

তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ

স্টেইজ ফর ইউথ ফাউন্ডেশনের অভিষেক

বকুল খান ,স্পেন

(৭ মাস আগে) ১৯ অক্টোবর ২০২২, বুধবার, ৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

mzamin

মানুষ ভালোবাসার প্রতিশ্রুতিসহ সেবার কর্মসূচি নিয়ে ১৭ই অক্টোবর সোমবার বার্সেলোনা সুনোটেল সেন্ট্রাল পাঁচ তারকা হোটেল লবিতে স্টেইজ ফর ইউথ ফাউন্ডেশন-বার্সেলোনার জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে শাহাদাত হোসেন ও মাসুদা পারভিন মুন্নি পাখির যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন নুরে আমিন টুকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কমিটির সভাপতি ইলিয়াছ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কনস্যুলেট সিনিয়র রামন পেদ্রো ও বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছা।

এতে বক্তব্য রাখেন শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম,শামিম হাওলাদার ,মেহেতা হক জানু, শফিকুল ইসলাম স্বপন, মহিউদ্দিন হারুন, জাফর আজাদ প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করেন শারমিন আহমেদ রিতা।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ গঠনে যুবকদের ভূমিকা তুলে ধরেন। দেশের জন্য নিবেদিত তার সংগঠনের ১০ হাজার সক্রিয় কর্মীর কথা তুলে ধরে বলেন,  দেশ গঠনে যুবকরাই প্রকৃত শক্তি। তিনি বলেন,  আমরা করবো জয়,আমরা উড়াবো জয়ের নিশান।

 

রামন পেদ্রো তার নিজস্ব ভাষায় বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশি যুবকদের ভূয়সী প্রসংশা করেন। মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেছা ৭০ দশক এবং ৭১-এর স্মৃতিচারণ করে বলেন,  বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনসহ মুক্তিযুদ্ধে যুবকদের ভূমিকা আকাশচুম্বী। বক্তব্য পর্ব শেষে অতিথিসমেত সংগঠনের সবাইকে পরিচয় করিয়ে দেন পরিচালক শাহাদাত হোসেন। ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতির স্থান লাভ করেন নুরে আমিন টোকন, সহ- সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখি, জামিল হোসেন, আল আমিন, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শারমিন আহমেদ রিতা, মারুফ আলী, আশেক এ আরমান নাদিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজী আনোয়ার হোসেন রাজু, নাহিদা আরফিন মৃধা মৌসুমী, তানভীর আহমেদ বিপু, অন্বেষা শিবা, মোস্তাক আলী, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল চোকদার, অহনা দিবা, প্রচার সম্পাদক সুমন দেওয়ান, রবিউল শাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকি আক্তার, দীপ্তি জাহান, হিমেল আহমেদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিফা আক্তার,শিউলি আক্তার,দপ্তর সম্পাদক বিকাশ দাশ রবিন,আইন বিষয়ক সম্পাদক শফিউল হক রাজন,সোহেল চোকদার,অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হক অংকুর,ক্রীড়া সম্পাদক রিয়াজ হাওলাদার,সদস্য মন্জু স্বপন,

জিনাত শফিক,রাজন, নুরুল শরীফ,আরফিন,তানিয়া আক্তার,সোনিয়া আক্তার,রূপা আক্তার,শুভ আলম,চন্দ্রিমা।উপদেষ্টা নার্গিস বেগম, মো শাকের উল্লাহ,হাফিজুর রহমান,শাহ আলম স্বাধীন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন নাছরিফা হক, দুই শিশু শিল্পীর একতারা হাতে নিয়ে বাংলার চির মমতার গান “সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী” গীতি নৃত্যে হল রোমের দৃশ্য পাল্টে দেয়।

বিজ্ঞাপন
বার্সেলোনার নৃত্যশিল্পী মৌসুমী, ফয়সাল প্রতিষ্ঠিত শিল্পী রাজু গাজী ,অহনা দিবার গানে উপচেপড়া দর্শক আনন্দ চোখে পড়ার মতো।

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন,  এক হাতে সেবা অন্যহাতে সংগ্রাম,আমরা উড়াব পতাকা আমরা রাখিব মান।

 

 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বৃটিশ সরকারের ভুলের খেসারত/ ২০ বছরের আইনি লড়াইয়ে জয় পেলেন সাইফুল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status