ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

ডেঙ্গু রোধে হোমিওপ্যাথিক চিকিৎসায় আসুন

ডা. মো. রাশিদুল হক
১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
mzamin

আলহামদুলিল্লাহ সফলতাও অনেক.... সমসাময়িক ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস সৃষ্ট সংক্রমণ জ্বর শরীরে ৩-৭ দিন পর পরিলক্ষিত হয়। রক্ত পরীক্ষা যেমন-  Blood CBC, NS1, IgM, IgG আরও কিছু পরীক্ষা করে নিশ্চিত হাওয়া যায়। রক্তের প্ল্যাটিলেট মাত্রা অনেক কমে যাবে, এন্ট্রিজেনগুলো পজেটিভ হবে। তিন প্রকারে ডেঙ্গু জ্বর নির্ণয় করে চিকিৎসা দেয়া যায়। 

১. ক্লাসিক্যাল ডেঙ্গু: এই অবস্থায় রোগীর তাপমাত্রা বেড়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইট হতে পারে, মাংসপেশীতে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথাব্যথা, হাড় কোমর পিঠসহ ব্যথা (ব্যাক বোন ফিভার) বলে। এই অবস্থা ৪-৫ দিন পর থেকে এমনিতে চলে যেতে পারে। 

চিকিৎসা: লক্ষণ অনুযায়ী নিম্নোক্ত ওষুধ দেয়া যায়- Eupatorium perf. Rhus tox, Bryonia Alba, Gell. 

২. ডেঙ্গু হেমোরেজিক: এই অবস্থায় রোগীর জ্বরের সহিত শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত আসতে থাকে। বিশেষ করে মিউকাস মেমব্রেন হতে। রক্ত বমি, কালো পায়খানা, বুকে ও পেটে পানি জমে, কিডনি ফেইলিউর হতে পারে। 

চিকিৎসা: According to symptoms- Arsenic Alba. Phosphorus. Carica papaye. Iodium. 

৩. ডেঙ্গু শক সিনড্রোম: এটা রোগীদের জন্য মারাত্মক অবস্থা। জ্বরের সহিত শরীরের ব্লাড পেস্রার হঠাৎ কমে যায়, হাত পা বরফের মতো ঠাণ্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, এমনকি মৃত্যু ঘটতে পারে।  

চিকিৎসা: Carbo veg, Corti-hori, Ars,.. আপনারা রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞাপন
  

ইনো হোমিও ফার্মেসী। ৩/১, পুরানা পল্টন। ঢাকা। মোবা-০১৭১২০৭৯২৬০

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status