বাংলারজমিন
১৭, ১৮ই নভেম্বর সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ অক্টোবর ২০২২, শুক্রবারআগামী ১৭, ১৮ই নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে আজিমুশশ্বান ইজতেমা। দুইদিনব্যাপী এই ইজতেমা সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আমীর ওলি ইবনে ওলি শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান পীর সাহেব বরুণা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাদির বাগরখালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নজমুদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক নূর আহমদ কাসেমী এবং মাওলানা আশিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আমীরে আঞ্জুমান বলেন- সংখ্যায় মুসলমান বেশি থাকার পরও দ্বীনে ইসলাম আজ অসহায়। আমরা যে যে দল করি না কেন? েনিজের ঈমান, ইসলামের হেফাজতের পাশাপাশি দ্বীনে ইসলামের হেফাজত তথা সংরক্ষণ করতে হবে। দেশের প্রতিটি ঘর যেন হয় দ্বীনের দরগাহ্। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক সুরইঘাটী, দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ হেলাল আহমদ, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে নাজিম মাওলানা সা’দ আমীন দেওবন্দী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর শাখার আমীর মাওলানা সাইফুল্লাহ, মাওলানা রেজাউল করিম জালালী, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মোতাহির আলী, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আব্দুল আজীজ খান, মাওলানা ফয়যুল ইসলাম, মুফতি ফজলুর রহমান, মাওলানা আব্দুল মুছাব্বির, মুফতি আবুল হাসান, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক কাসেমী, মাওলানা আলী আসগর, মুফতি মুতাহির আলী, শায়খ মর্তুজা আহমদ, মাওলানা সাইফুর রহমান ও মাওলানা বিলাল আহমদ।