কলকাতা কথকতা
স্বাস্থ্যসাথী কার্ডে মান্যতা না দিলে হাসপাতাল, নার্সিংহোমের লাইসেন্স বাতিল হবে: মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১১ মে ২০২২, বুধবার, ৮:১২ অপরাহ্ন

বুধবার নবান্নয় এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলোকে সতর্ক করে বলেন যে, স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা না দিলে লাইসেন্স বাতিল করা হবে।
এছাড়াও বেসরকারি হাসপাতালের বাড়তি বিল করা এবং মৃতদেহ আটকে রেখে বিল আদায়ের চেষ্টাকে মুখ্যমন্ত্রী অপচেষ্টা আখ্যা দিয়ে বলেন, বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা আছে। স্বাস্থ্যকর্তা, স্বাস্থ্য সচিব ও জেলা শাসকদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে হবে। রাজ্যে কোভিড অনেক কম জানিয়ে মুখ্যমন্ত্রী সাবধান থাকার পরামর্শ দেন। মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মানার ব্যাপারে জোর দেন।