প্রবাস
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
মালদ্বীপ প্রতিনিধি
(৭ মাস আগে) ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রবিবার (০৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা এগারো টাই মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুঞাঁ। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ননা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
সবশেষে দেশ ও মুসলিম জাতির উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।