কলকাতা কথকতা
মমতা বন্দ্যোপাধ্যায় সেরা সাহিত্যিক নির্বাচিত হওয়ায় প্রতিবাদের ঝড়, মুখ খুললেন তসলিমা নাসরিনও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১১ মে ২০২২, বুধবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৮ অপরাহ্ন

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাংলা একাডেমি দ্বারা সেরা সাহিত্যিক নির্বাচিত হয়ে রিট্রোভারশিপ পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। ক বছর আগে বাংলা একাডেমি দ্বারা পুরস্কৃত লেখিকা রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় তাঁর অন্নদা শঙ্কর রায় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। বাংলা একাডেমির উপদেষ্টা মন্ডলীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশিষ্ট গবেষক- লেখক অনাদি রঞ্জন বিশ্বাস। দুজনেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরার সম্মান দেওয়াটা একদম পক্ষপাত মূলক। এর প্রতিবাদে তাঁরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ও পদ ছাড়ছেন। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ভাগ্যিস আমি বাংলায় থাকি না। বাংলার সাহিত্যিক কবিদের সম্পর্কে আমার একটা সম্ভ্রম ছিল কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার পর সেই সম্ভ্রম আর থাকলো না। ফেসবুক পোস্টে একজন লিখেছেন- মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় কবি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করলেন প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়।
পাঠকের মতামত
যাক পুরস্কার একটা হল।এর ভার বহন করা খুবই কস্ট। নজরুল রবীন্দ্রনাথ শরৎচন্দ্র জসিমউদদীন এদেরকে নিয়ে কোন উচ্চবাচ্য নেই। কারণ এদের সমালোচনা করতে হলে নিজেদের কিছু থাকতে হবে। মাস্টার আর ছাত্র আর কি। তবে এসব নিয়ে কারও বাড়াবাড়ি না করাই হবে উওম কাজ।
মমতা বন্দ্যোপাধ্যায় সেরা সাহিত্যিক নির্বাচিত --পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত বাংলা সাহিত্যিকের এত আকাল তা আগে বুঝিনি! Mamata Banerjee was selected as the best writer-- I have never understood the famine of established Bengali writers in West Bengal!
আমাদের দেশে রাজনৈতিক বিবেচনায় এই পুরস্কারগুলো দিয়ে, এই পুরস্কারগুলোর সম্মানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন যারাই এই পুরস্কারগুলো পায় সাধারণ মানুষ তাদের যোগ্যতার চেয়ে সরকারী অনুগত বলেই মনে করে।
আমাদের বাংলাদেশও তো সব সময় রাষ্ট্রীয় পুরষ্কার দেয়া হয় শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়।যারা সরকারের প্রতি গভীরভাবে অনুগত কেবল তারাই পুরষ্কার পায় যোগ্যতা না থাকা সত্বেও।
After all the society is BANGALEE
Bangladesh style! Mamota should have had the courage to refuse it. Shameful.
প্রেসিডেন্ট ট্রাম্পের মতো । নিজেকেই নিজে ধন্যবাদ দিতে হবে ।