ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

প্রবাস

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যাডফোর্ড-এর সল্টএয়ার ফেস্টিভাল অনুষ্ঠিত

নুরে আলম রব্বানী- ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্যে

(৭ মাস আগে) ৫ অক্টোবর ২০২২, বুধবার, ৪:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৯ অপরাহ্ন

অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হাজার হাজার লোকের উপস্থিতিতে প্রতিবছরের ন্যায় ব্র্যাডফোর্ড সিটির রবার্ট পার্কে অনুষ্ঠিত হলো সল্টএয়ার ফেস্টিভাল। সল্টএয়ার  ভিলেজের গৌরবের ১৫০ বছর পূর্তি, শিল্পকলা, কমিউনিটি ও গ্রামটির অতীত ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ২০০৩ সাল থেকে শুরু হয়ে  আজ অব্দি প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে নানা ধরনের দোকানপাট, নামকরা শিল্পীদের সংগীত, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, হাজার হাজার লোকের সমাগম সবমিলিয়ে পুরো সল্টএয়ার গ্রামটি ছিল উৎসবমুখর।

উল্লেখ্য, স্যার টাইটাস সল্ট ১৮০৩ সালে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি ছিলেন লর্ড মেয়র, সংসদ সদস্য ও একজন নামকরা শিল্পপতি। ১৮৫৩ সালে তার প্রতিষ্ঠিত সল্টস মিল ছিল বিখ্যাত একটি টেক্সটাইল মিল। স্যার টাইটাস সল্ট তার শ্রমিকদের জন্য ৮৫০টি বাড়ি, পার্ক, স্কুল, হাসপাতাল, ওয়াশিং হাউস, টার্কিশ বাথ ও গির্জাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত একটি মডেল ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ তৈরি করেন।

স্যার টাইটাস সল্ট-এর নামের একাংশ সল্ট এবং গ্রামটির পাশ দিয়ে ঘেষে যাওয়া আইর নদীর নামের ‘আইর’ মিলিয়ে গ্রামটির নামকরণ হয় সল্টএয়ার। সেই থেকে আজ অব্দি এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। ২০০১ সালে এই গ্রামটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয় ।

 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বৃটিশ সরকারের ভুলের খেসারত/ ২০ বছরের আইনি লড়াইয়ে জয় পেলেন সাইফুল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status