খেলা
অবসরের ঘোষণা দিলেন হিগুয়েন
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১:০৬ অপরাহ্ন

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন তিনি।
সোমবার এক সংবাদসম্মেলনে কান্নাবিজড়িত কণ্ঠে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী হিগুয়েন, ‘দুর্দান্ত একটি ক্যারিয়ার পেয়েছি। আমার মনে হয়, ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। যারা আমাকে বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় বলার সময় এসেছে।’
২০০৫ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের জার্সিতে যাত্রা শুরু হয় হিগুয়েনের। ২০০৭ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। দীর্ঘ ৬ বছর লস ব্লাঙ্কোদের হয়ে ১২১ গোল করেন হিগুয়েন। জেতেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এরপর ২০১৩ সালে ইতালিয়ান সিরি আয় যোগ দিয়ে নাপোলিকে ইতালিয়া শিরোপা জেতান হিগুয়েন। ২০১৬ সালে দারুণ ছন্দে থাকা হিগুয়েনকে ৯০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় জুভেন্টাস।
হিগুয়েন জানান তিন অথবা চার মাস আগে তিনি অবসরের সিদ্ধান্তে পৌঁছান, ‘আমি অনেক সুন্দর স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি। অবিশ্বাস্য একটি ক্যারিয়ার কাটিয়েছি। কল্পনার বাইরে অনেক অর্জন করেছি। তিন অথবা চার মাস আগে এই (অবসরের) সিদ্ধান্ত নিই আমি।’
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন হিগুয়েন। ২০১৪ সালে ফিফা ওয়ার্ল্ডকাপ ও ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালিস্ট আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হিগুয়েন। সেই ম্যাচে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। ১৮ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে মোট ৩০০ গোল করেছেন হিগুয়েন।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]