বাংলারজমিন
শিয়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর প্রতিনিধি
(২ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় তার বন্ধু পারভেজ হোসেন (১৭) আহত হয়েছেন। নিহত ইমন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত পারভেজ একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কাবের উদ্দীনের ছেলে। সোমবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী-কাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইমন তার বন্ধু পারভেজকে মোটরসাইকেলের পিছনে নিয়ে হাড়াভাঙ্গা গ্রামে মামার বাড়িতে যাচ্ছিলেন। পথে মধ্যে সাহেবনগর-হাড়াভাঙ্গা গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ একটি শিয়াল পাশের জঙ্গল থেকে সড়কে উঠে পড়ে। শিয়ালটিকে বাঁচাতে চালক ইমন তার
মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এসময় দু’বন্ধু সড়কের পাশের একটি দোকান ঘরে ধাক্কা খায়। ওই ধাক্কায় দু’জন গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে ইমন মারা যান। আহত তার বন্ধু পারভেজ স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।