বাংলারজমিন
শিয়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর প্রতিনিধি
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় তার বন্ধু পারভেজ হোসেন (১৭) আহত হয়েছেন। নিহত ইমন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত পারভেজ একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কাবের উদ্দীনের ছেলে। সোমবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী-কাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইমন তার বন্ধু পারভেজকে মোটরসাইকেলের পিছনে নিয়ে হাড়াভাঙ্গা গ্রামে মামার বাড়িতে যাচ্ছিলেন। পথে মধ্যে সাহেবনগর-হাড়াভাঙ্গা গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ একটি শিয়াল পাশের জঙ্গল থেকে সড়কে উঠে পড়ে। শিয়ালটিকে বাঁচাতে চালক ইমন তার
মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এসময় দু’বন্ধু সড়কের পাশের একটি দোকান ঘরে ধাক্কা খায়। ওই ধাক্কায় দু’জন গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে ইমন মারা যান।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
মনোনয়নবঞ্চিত এমপি নূর মোহাম্মদ/ কিশোরগঞ্জের তিন আসনে আবারো তিন প্রেসিডেন্টের সন্তান

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]