খেলা
সাথী ও ইতিকে পেয়ে গোয়ালদাহ গ্রামে উচ্ছ্বাস
মাগুরা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
সাফ ফুটবল জয়ী মাগুরার দুই নারী ফুটবলার সাথী ও ইতি গতকাল সকালে শ্রীপুরের গোয়ালদাহ গ্রামে পৌঁছালে গোয়ালদাহ স্কুলের শিক্ষার্থীরা ও গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। সাথী ও ইতির ফুটবল কোচ প্রভাস চন্দ্র দেবজ্যোতী বলেন, ‘সাথী ও ইতি আজ শুধু মাগুরাবাসীর নয়, সারা দেশের গর্ব।’ ফুটবলার সাথী বলেন, ‘আমরা সাফ ফুটবলে জয়ী হবার পর থেকে দেশে ফিরে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি যা কখনো ভোলার নয়। আমার গ্রামবাসীর ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।’ অপর নারী ফুটবলার ইতি বলেন, ‘মানুষের এত ভালোবাসা আগে কখনো পাইনি। আমার গ্রামের মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের আশীর্বাদে আমরা জয়ী হয়েছি। আগামীতে আরো ভালো ভালো ফুটবল খেলা উপহার দিতে চাই আমরা। আগামীদিনে ভালো কিছু দেওয়ার প্রত্যয়ে এগিয়ে নিতে চাই বাংলাদেশকে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
১
হেডিংলি টেস্ট/ ভারত কিংবা বৃষ্টি, কেউই থামাতে পারলো না ইংল্যান্ডকে
৯
সরাসরি/ ৮ উইকেটে ২২০ রানে দিনের সমাপ্তি
১০