অনলাইন
জমকালো আয়োজনে এশিয়ান স্টার এওয়ার্ড প্রদান
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রদান হলো এশিয়ান স্টার এওয়ার্ড- ২০২২। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে এশিয়ান কালচারাল কমিউনিটি আব বাংলদেশ (এসিসিবি)।
এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান তারকা শিল্পীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। সভাপতিত্ব করেন এওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান কবি শাহীন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সাদী খান বলেন- কাজের মূল্যায়নের ক্ষেত্রে যেকোনো পুরস্কার একজন আদর্শ মানুষকে পথ চলায় সাহসী এবং দ্বায়িত্বশীল করে তোলে। তাই সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কাজের স্বীকৃতি প্রদানে এমন আয়োজনের কোনো বিকল্প নেই।
সোহানুর রহমান সোহান বলেন- অপসংস্কৃতিরোধে দেশে এমন আয়োজনে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতাদানে এগিয়ে আসতে হবে। নতুন নতুন সৃষ্টিশীল কাজের জন্য প্রজন্মকে সহযোগিতার মাধ্যমে কাজে উৎসাহী করতে হবে।
এসিসিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কণ্ঠশিল্পী পথিক সবুজে’র গ্রন্থণা ও পরিচালনায় এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১৬ জন তারকা শিল্পীকে এশিয়ান স্টার এ্যাওয়ার্ড- ২০২২ প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- (অভিনয়ে) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর (কন্ঠসংগীতে) রবি চৌধুরী, আঁখী আলমগীর, দিলসাদ নাহার কণা, শেফালী সারগাম (সংস্কৃতিসেবায়) রিয়াজ ওয়ায়েজ (বিনোদন সাংবাদিকতায়) আবুল কালাম (মানবকল্যাণে) ডাঃ খালেদ মোহাম্মদ ইকবাল, (শিশুসাহিত্যে) স. ম. শামসুল আলম (কবিতায়) ক্যামেলিয়া আহমেদ (কথাসাহিত্যে) উম্মে হাবীবা মুন্নী। উদীয়মান ক্যাটাগরীতে- তন্বী কেয়া (সংগীতে) এবং মানসী প্রকৃতি (অভিনয়ে)।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]