অনলাইন
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৩ অপরাহ্ন
রাজধানীর কমলাপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. আব্দুল্লাহ বাবু (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার কাছে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল খোয়া গেছে বলে পরিবারের অভিযোগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা তার ছেলের কাছ থেকে জানতে পেরেছি- ভৈরবে ব্যবসাজনিত কাজে গিয়েছিলেন তিনি। ভৈরব থেকে কোন একটু বাসে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থেকে টাকা পয়সা দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে কমলাপুর বি-বাড়িয়া বাস কাউন্টারের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
নিউ তোর ছেলে নুরুল আলম জানান, আমার বাবা কাপড়ের ব্যবসা করত। ঢাকাতে তার একটি দোকান রয়েছে। প্রতি সপ্তাহে ভৈরবে মেলা হয়। ওই মেলাতে তিনি কাপড় নিয়ে গিয়েছিলেন। কাপড় বিক্রির ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল তার কাছে ছিল। গাড়িতে আমার বাবাকে কিছু খাইয়ে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থেকে সবকিছুই নিয়ে যায়। পরে মতিঝিলের কমলাপুর বি-বাড়িয়া বাস কাউন্টারের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে। আমরা খবর পেয়ে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ধামারনে। বর্তমানে, মুগদা ১ নং গলি এলাকার ৫১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। সনাতন ধর্ম থেকে আমার বাবা মুসলমান ধর্ম গ্রহণ করেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।