ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রোটিয়াদের নাকাল করলো ভারত

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১১:২২ পূর্বাহ্ন

mzamin

এক মাসও বাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে দ্বিপক্ষীয় সিরিজের মোড়কে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারত। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নাকাল করে সেই প্রস্তুতির শুরুটা দারুণ করেছে রোহিত শর্মার দল। প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। 

বুধবার কেরালার থিরুভানানথাপুরামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে মাত্র ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ২০ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছায় ভারত।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় ভারত। ২ বলে শূন্য হাতে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলিও সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১৭ রানে ২ উইকেট হারানোর পর বিপদ সামাল দেন ওপেনার কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। উভয়েই অপরাজিত ফিফটি হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন।

বিজ্ঞাপন
রাহুল ৫৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন যাদব।

এর আগে টসে হেরে খেলতে নেমে ব্যাটিং ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে শুধু কুইন্টন ডি কক রানের খাতা খুলতে পারেন। ১ রান করেন তিনি। বাকি চার ব্যাটার (টেম্বা বাভুমা, রাইলি রুশো, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস) ডাক মারেন। দলীয় সর্বোচ্চ রান আসে কেষভ মহারাজের ব্যাট থেকে। ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি। এইডেন মার্ক্রাম ২৫ এবং ওয়াইন পার্নেল ২৪ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩২  রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ২টি করে উইকেট পান দীপক চাহার ও হার্শাল প্যাটেল। একটি উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status