ঢাকা, ১১ জুন ২০২৩, রবিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

শেষের পাতা

করোনায় শনাক্ত ৬৬৫ মৃত্যু শূন্য

স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৬৬৫ জন শনাক্ত হয়েছে। মধ্যে রাজধানীতেই ৪৯৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক  শূন্য ৭ শতাংশ পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ। দেশে এ পর্যন্ত  করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৬০ জন।  গত ২৪ ঘণ্টায় ৪২৮ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭৮টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় একজন নারী মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৪০ জন এবং নারী ১০ হাজার ৬২০ জন।  নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন/ বেলা যত গড়াচ্ছে আওয়ামী লীগের টেনশন তত বাড়ছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status