অনলাইন
সুপ্রিম কোর্টে শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান থেকে ছুরিসহ ৫ জন আটক
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে ছুরিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। গতকাল বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়। শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, এক মেয়েসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে লিখন নামে একজন আমাদের কাছে দাবি করেছে, তারা সবাই স্টুডেন্ট। সুপ্রিম কোর্টে এসেছিল। এখানে অনুষ্ঠান দেখে ঢুকে পড়েছে। তিনি আরও বলেন, তবে তারা এক-একসময় এক-একরকম কথা বলছে। তারা তো দাওয়াত পেয়ে আসেনি। এজন্য তাদেরকে ধরে পুলিশে দেয়া হয়েছে। একটা অনুষ্ঠানে তো যে কেউ ছুরি নিয়ে ঢুকে পড়তে পারে না। এটা তো অন্যায়। তারা যদি স্টুডেন্টও হয়ে থাকে, তবুও তদন্ত হওয়া উচিত।