বাংলারজমিন
পাকুন্দিয়ায় ৭৬ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আনুষ্ঠানিকতায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল অ্যান্ড কলেজ) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল দুপুরে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৭৬ পাউন্ডের বিশাল এক কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করা হয়। এতে আলহাজ মো. মকবুল হোসেন ছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু জাফর মো. আকরাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক একেএম এমদাদুল হক, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কেক কাটা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।