ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রমেক হাসপাতাল

চিকিৎসকদের আন্দোলন: ১৬ কর্মচারী বদলি

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্র ও অসাধু কর্মচারীদের বিরুদ্ধে সর্বস্তরের চিকিৎসকদের আন্দোলনের একদিনের মাথায় হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাদের বদলি করা হয়। ওই আদেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক আল আমিন ইসলামকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, হামিদুল ইসলামকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে, শাহজাদা মিয়াকে রাজবাড়ী সদর হাসপাতালে, মোর্শেদ হাবিবকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাতালে, আবু জাফরকে মাদারীপুর সদর হাসপাতালে, সিরাজুল ইসলামকে কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিউটি আক্তারকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে, দুলাল বসুনিয়াকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ভানুরাম সরকারকে ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নুরুজ্জামানকে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রইস উদ্দিনকে সুনামগঞ্জের জগনাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মোহিত আল রশীদ উদয়কে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে, ওয়ার্ড মাস্টার আবুল হাসানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে, স্টেনো টাইপিস্ট আব্দুল হালিমকে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে, নিরাপত্তা প্রহরী রহমত আলীকে কিশোরগঞ্জ ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরিচ্ছন্নতাকর্মী হাছিনা বেগমকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। আদেশ জারির ৭ দিনের মধ্যে তাদেরকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান বলেছেন, সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী তাদের বদলি করা হয়েছে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status