ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

শহীদ মিনারে সংবর্ধনায় সিক্ত সাবিনারা

স্পোর্টস রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
mzamin

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ১০ লাখ টাকার একটি চেক উপহার দেওয়া হয় সাবিনাদের। এ সময় অধিনায়ক সাবিনা খাতুনসহ নারী ফুটবল দলের সকল সদস্য, কোচ ও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর সঞ্চালনায় ও সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, অধ্যাপক ড. মো. সামাদ, মফিদুল হক, সারা যাকেরসহ সাংস্কৃতিক ব্যক্তিরা।  অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নারী ফুটবল দলকে বরণ করে নেন বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা। সংবর্ধনা শেষে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, দেশে আসার পর থেকেই মনে হচ্ছে মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি। যেভাবে মানুষ আমাদের বরণ করে নিলো নিঃসন্দেহে এটা নারী ফুটবল দলের জন্য বিশেষ দিন। নারী ফুটবল দেশের একটা সুন্দর জায়গায় অবস্থান করছে আপনাদের মনের ভেতরে। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের এই হাসি ধরে রাখার জন্য। আমরাও আপনাদের দোয়াপ্রার্থী, আপনাদের দোয়া পেলে বাংলাদেশ নারী ফুটবল দল আরও এগিয়ে যাবে। আপনাদের আরও বেশি ট্রফি উপহার দিতে পারবো। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ সংবর্ধনা আমাদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে। আপনাদের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ। নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট আমাদের মেয়েদেরকে যেভাবে সম্মানিত করেছে আশা করছি আমাদের মেয়েরা এটি ভালোভাবে মনে রাখবে। আমি আশা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আগামী কয়েক বছরের মধ্যে মেয়েরা আরও বড় সফলতা অর্জন করবে। সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, এই মেয়েরা যখন সারাদেশের মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নেয় তখন আমরা নীরব থাকতে পারি না। আমরা নারীদের এই বিজয়কে শুধুমাত্র ফুটবলের একটি বিজয় মনে করি না। এটাকে নারী অধিকারের বিরুদ্ধে, সমাজকে পিছিয়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, যারা নারীদেরকে অন্তঃপুরে আবদ্ধ করে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের নারীদের সংগ্রামী বিজয় বলে মনে করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  গতকাল সন্ধ্যায় সাফ জয়ী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী । ওই অনুষ্ঠানে সাবিনারা এক কোটি টাকা পুরস্কারও পেয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা আব্দুস সালাম মুর্শেদী ও আতাউর রহমান মানিক ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত ১৯শে সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status