প্রবাস
কুদ্দুস সভাপতি, মিলন সাধারণ সম্পাদক
গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন, বার্মিংহাম-এর নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:০৪ অপরাহ্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন, বার্মিংহাম-ইউকের প্রথম নির্বাচন। নির্ভুল ভোটার তালিকা, প্রার্থীর ছবিযুক্ত ব্যালেট, গোপন বুথ আর স্বচ্ছ ব্যালট বক্সের সমন্বয়ে রোববার বার্মিংহামের লজেলস রোডের একটি ক্যাফেতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইটি প্যানেলে পাঁচটি পদে ১০জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। সংগঠনের ৮৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনের প্রথম নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে ৪৩ ভোট পেয়ে মো. আলমগীর কুদ্দুস সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম বাবুল পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই ভোটের ব্যবধানে শামসুল হোসেন রাজুকে হারিয়ে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম হাওলাদার মিলন। তার প্রতিদ্বন্দ্বী রাজু পেয়েছেন ৪২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাইদুল আলম মিঠুকে হারিয়ে মোহাম্মদ বাহার, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আরিফকে হারিয়ে মোহাম্মদ নোমান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অর্থ সম্পাদক পদের একমাত্র প্রার্থী আগেই বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাদ মাহমুদ হোসেন রিপন নেতৃত্বে শামসুদ্দিন, আবুল কালাম, নজরুল ইসলাম দুলু, গোলাম কিবরিয়ার সমন্বয়ে পাঁচ সদস্যের একটি টিম সূচারুভাবে নির্বাচন পরিচালনা করেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বার্মিংহামে বসবাসরত গ্রেটার নোয়াখালীর লোকজনের আনাগোনায় সকাল থেকেই জমজমাট ছিল লজেলস রোড। প্রার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছেন, আড্ডায় মেতেছেন দিনভর। প্রার্থী, ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে নোয়াখালীবাসীর একটি মিলনমেলায় পরিনত হয় এই নির্বাচন। নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান এনটিভি লেইস্টারের প্রতিনিধি মোসলেহ উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার রিপন জানান, প্রতিটি পদেই পরাজিত প্রার্থীদের সংশ্লিষ্ট পদে বিজয়ীর সহযোগী হিসেবে( সহ সভাপতি ও যুগ্ম) কমিটিতে কোঅপ্ট করা হবে। নবনির্বাচিত সভাপতি সংগঠনের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। তিনি জানান, বার্মিংহামে বসবাসকারী বৃহত্তর নোয়াখালীর অধিবাসীদের যে কোনো বিপদে আপদে পাশে থাকার যে মহতি উদ্দেশ্য নিয়ে সংগঠনের প্রতিষ্ঠা সেটা রক্ষায় নতুন কমিটি সর্বাত্মক আন্তরিকতার সাথে কাজ করবে। তারই অংশ হিসেবে সংগঠনের সদস্য সংখ্যা ও ব্যাপ্তি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।