ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ বঙ্গ বিজেপির মাসিহা এখন কে?

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৫ অপরাহ্ন

গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ বঙ্গ বিজেপির মাসিহা এখন বলিউডের একদা বেতাজ বাদশা মিঠুন চক্রবর্তী। পার্টির নির্দেশে মিঠুন এখন কলকাতায়। পুজোর মুখে বিজেপির হয়ে জনসংযোগ করছেন। যতই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলুন, পঞ্চায়েতের প জানেন না মিঠুন, ওঁকে দিয়ে কি কাজ হবে- বাস্তবটা হলো মিঠুনের গ্রহণযোগ্যতা এই বাংলায় এখনও আছে। তাঁর মারবো এখানে লাশ পড়বে  শ্মশানে- ডায়ালগটি এখনও লোকের মুখে মুখে ফেরে। গতবার বিধানসভা নির্বাচনে এই ডায়লগটি আউরে মিঠুন অনেক সমস্যায় পড়েছিলেন। থানা পুলিশ কোর্ট কাছারিও হয়েছিল। এবার মিঠুন তাই সতর্ক। ডায়ালগ একদম আওড়াচ্ছেন না। শুধু বললেন, তৃণমূলের ২১ বিধায়ক তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

বিজ্ঞাপন
তৃণমূল ভাঙবেই। দল যে তাঁকে বাড়তি দায়িত্ব দিয়েছে তাই খুশি বলিউড এর এই সুপারস্টার। একদা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন মানবজমিনকে জানালেন, কলকতার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। কলকাতার পুজো মানেই নস্টালজিয়া। পুজোর আড়ম্বর বেড়েছে কিন্তু উৎসাহ সেই একই রকম, বললেন মিঠুন। বঙ্গ বিজেপিতে স্থায়ী আসন পাচ্ছেন কি মিঠুন? সাফ কথা বললেন, দল যা ঠিক করবে আমি তাই করবো। আমার এখন একটাই লক্ষ্য, বাংলায় বিজেপির হয়ে প্রচার চালানো।  
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status