অনলাইন
'সরকার ভয় পেয়ে গুলি চালাচ্ছে'
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৯:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে জনগণের ন্যায়সংগত আন্দোলনে গুলি চালাচ্ছে। স্বৈরাচার এরশাদ এমন গুলি চালিয়েছিল, টিকতে পারেনি। এই সরকারও পারবে না। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বারবার বলছে, নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন দেন। কিন্তু ভালো কথা শোনার লোক আওয়ামী লীগ না। শুক্রবার রাজধানীর বছিলা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর জোন আয়োজিত জনসভায় নজরুল ইসলাম খান এসব মন্তব্য করেন।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচিতে কয়েকজন নেতা-কর্মীর মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, সরকার বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন মোটা চালের দামও ৫০ টাকার বেশি। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। এখন ঘরে ঘরে বেকার। সরকারের লুটপাট, দুঃশাসনের কারণে কিছু মানুষ কোটিপতি হয়েছে আর ৪ কোটি মানুষ দরিদ্র হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, লড়াই তো করতেই হবে আপনাদের, আন্দোলন সংগ্রাম করতে হবে। রাজপথের আন্দোলন সংগ্রাম যেটা বলেছেন আমাদের নেতা তারেক রহমান। যে ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন। আপনারা চলে যান, পদত্যাগ করুন, এই সংসদ বাতিল করে দেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুন। নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার প্রতিষ্ঠা করবে। তারা হবে জনগণের সরকার।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]