খেলা
সেঞ্চুরি হাঁকিয়ে বাবরের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১১:৪১ পূর্বাহ্ন

এশিয়া কাপে হাসেনি বাবর আজমের ব্যাট। ছয় দলীয় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় দুর্দান্ত বাবরকে নিয়ে সমালোচনা শুরু করেন পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররা। সাবেক পাক পেসার আকিব জাভেদ বাবরের স্ট্রাইকরেট খোটা দেন। এর জবাবে গণমাধ্যমকে বাবর বলেছিলেন, ‘সাবেকরা তাদের মত প্রকাশ করতে পারেন। তবে ব্যক্তিগত আক্রমণ হতাশাজনক।’ এবার সমালোচকদের বাইশ গজে জবাব দিলেন বাবর। ব্যাটিংয়ে ঝড় তুলে গড়লেন রেকর্ড।
বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০০ রানের টার্গেটে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। ৬৬ বলে ১৬৬.৬৬৬ স্ট্রাইকরেটে ১১০ রান করেন বাবর আজম। সেঞ্চুরি হাঁকানো ইনিংসটি ১১ চার ও ৫ ছক্কার মারে সাজান পাকিস্তান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি বাবর আজমের। গত বছরের ১৪ই এপ্রিল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই সেঞ্চুরি করলেন বাবর আজম। বাকি ছয় জন হলেন- নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম, ভারতের কেএল রাহুল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও এভিন লুইস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতের রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার ৪ বার শতক ছুঁয়েছেন বিশ ওভারের খেলায়। অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে উঠে গেছেন বাবর আজম। ৮২ ম্যাচে ২৮৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। অ্যারন ফিঞ্চের রান ২৮৭৭। সর্বোচ্চ রানের মালিক রোহিত ১৩৭ ম্যাচে ৩৬৩১ রান করেছেন।
আগে থেকেই পাকিস্তানি ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বাবর। এবার নিজের রেকর্ডটাকে আরো মজবুত করলেন তিনি। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রহের তালিকার দুইয়ে মোহাম্মদ হাফিজ। ১০৮ ম্যাচে ২৫১৪ রান করেন তিনি। তালিকার তিনে থাকা শোয়েব মালিকারে রান ২৪২৩। চারে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৬৪ ম্যাচে ২০৯৯ রান করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। ১৬৯০ রান নিয়ে তালিকার পাঁচে উমর আকমল।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]