ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘আরব আমিরাত সফর আত্মবিশ্বাস বাড়াবে’

স্পোর্টস রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

টি-টোয়েন্টি ক্রিকেটে গেল দুই বছরে হাবুডুবু খাচ্ছে টাইগাররা। খুঁজে পাচ্ছিল কুল-কিনারা। এবার তীর খুঁজে পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলে এনেছে বড় পরিবর্তন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। দলে অভিজ্ঞ ও সিনিয়র বলতে শুধু তিনি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে তিনি নেই। ওয়েস্ট ইন্ডিজে সিপিএল-এ ব্যস্ত থাকায় তার পরিবর্তে আরব আমিরাত সফরে দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে গতকালই দেশ ছেড়েছে বাংলাদেশ। দুবাইয়ে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত দলের সঙ্গে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচও। দেশ ছাড়ার আগে অধিনায়ক সোহান মনে করেন এই সফর বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দেবে।’ ২৫ ও ২৭শে  সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।
সোহানের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের দল গতকাল বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা ত্যাগ করে। সফরের দিনই সকালে গোটা দলের ছিল ফিটনেস পরীক্ষা। এশিয়া কাপ থেকে ফেরার পর যেহেতু বিরতি ছিল, সবার ফিটনেসের অবস্থা একটু পরখ করে নেওয়া হয় যাওয়ার আগে। আমিরাতের বিপক্ষে সিরিজের আনুষ্ঠানিক নাম ‘ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজ।’ সফরের বাকি দিনগুলিতে দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল। এই সিরিজ চূড়ান্ত করার সময়ই বিসিবি থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপের মূল দলের সঙ্গে ‘স্ট্যান্ড বাই’ তালিকায় থাকাদেরও পাঠানো হবে। তবে স্ট্যান্ড বাই চারজনের মধ্যে শেখ মেহেদী হাসান পারিবারিক কারণে যেতে পারছেন না। বাকি তিনজনÑ সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন যাচ্ছেন দলের সঙ্গে। ২০ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেলেন বলা যায়। সম্প্রতি এশিয়া কাপে তিনি দলের সঙ্গে গিয়েছিলেন অনুশীলনে সহায়তার জন্য। আগেও নানা সময়ে দেশে অনুশীলন ক্যাম্পে তাকে রাখা হয়েছে।
দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে  সোহান তাকে মিস করলেও দেখছেন মন্দের ভালোও। কারণ, সাকিবের জায়গাতে যে  খেলবেন তারও দারুণ সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। সোহান বলেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবাই সবসময় দলে চাই। কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য আরেকজনের জন্য বাড়তি সুযোগ যে তার জায়গায় খেলবে, ওই ইমপ্যাক্টটা করতে হবে।’ সহঅধিনায়ক সোহান আরব আমিরাতে দলকে নেতৃত্ব দেবেন। তবে এই সফরের আগে সাকিবের সঙ্গে কোনো আলাপেরই সুযোগ হয়নি তার। তিনি বলেন, ‘আসলে কথা তো (সাকিবের সঙ্গে) সবসময় হয়। কিন্তু সেভাবে কথা হয়নি, উনিও সিপিএল নিয়ে ব্যস্ত। হয়তো নিউজিল্যান্ডে যাওয়ার পর কথা হবে। অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের দৌড়ে থাকা। আমরা যদি দুইটা ম্যাচই জিততে পারি সে আত্মবিশ্বাস নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দিবে।’ 
দেশে কী বিদেশেÑ টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয়ের দেখাই পাচ্ছে না। সবশেষ এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় সাকিবের দল। তবে এবার দিন বদলে মরিয়া টাইগাররা। আরব আমিরাত সফর থেকেই জয়কে নিয়মিত অভাস্যে বদলাতে চান সোহান। তিনি বলেন, আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি।’ 
আরব আমিরাত সফরে জাতীয় দলের কোচিং স্টাফের সবাইকে পাওয়া যাবে না। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, পারিবারিক কারণে বোলিং কোচ অ্যালান ডোনাল্ড থাকছেন না এখানে। তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। নয়া টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরামসহ কোচিং স্টাফের বাকিরা থাকবেন। দলের সঙ্গে সফরে গেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status