বাংলারজমিন
টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা, নৌকাসহ চোরাচালানি মালামাল উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবারকক্সবাজারের টেকনাফের হীলায় অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি নৌকা এবং অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোররাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহল দল বিআরএম-১২ থেকে ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে মেম্বার ঘাট এলাকায় নাফ নদে নৌকাযোগে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টহল দল দু’জন ব্যক্তিকে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। উক্ত নৌকাটি দেখা মাত্রই পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহল দল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে উক্ত ব্যক্তিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ প্যাকেট রিচ কফি, ৩ কেজি শুঁটকি মাছ, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও ২ বোতল কোমল পানীয় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে টহল দল কর্তৃক উক্ত এলাকায় ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত নৌকা ও অন্যান্য চোরাচালানি মালামাল হ্নীলা শুল্ক গুদামে জমা করে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।