শেষের পাতা
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যানের মারধর জামিউলের মৃত্যু
নাটোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার লোকজনের হামলায় আহত জামিউল আলীম জীবনের (২০) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। জীবনের চাচা ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি এস এম ফখরুদ্দিন ফুটু বিষয়টি নিশ্চিত করেছেন। জীবনের বাবা ফরহাদ হোসেন (৫৩) এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে রামশারকাজীপুর আমতলী বাজার সংলগ্ন চারমাথা মোড়ে এই মারপিটের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রামশারকাজীপুর আমতলী বাজারে জামে মসজিদে মাগরিবের নামাজের পর মসজিদের ভেতর থেকে মাইকের যন্ত্রাংশ চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ওই গ্রামের কয়েকজনকে সন্দেহ করেন। এ নিয়ে সালিশি বৈঠক বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে এবং ভয়ভীতি দেখায়। একইসঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই জামিউল আলিম জীবনকে জোরপূর্বক দোষী সাব্যস্ত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। পরে এই ঘটনাকে কেন্দ্র করে জামিউল আলিম জীবন নিজেকে নির্দোষ দাবি করে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসাদ।
গত সোমবার রাতে জামিউল আলিম জীবন আমতলী বাজার সংলগ্ন চারমাথা মোড়ে গেলে উপজেলা চেয়ারম্যান আসাদসহ তার লোকজন জীবনকে ডেকে পাঠায়। একপর্যায়ে তার সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় জীবনকে কিল ঘুষিসহ মারপিট করতে থাকে। এ অবস্থায় তার বাবা ফরহাদ হোসেন এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান আসাদ একটি বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ফরহাদ হোসেন মাটিয়ে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজনসহ স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ফরহাদ হোসেনের ছোট ভাই এসএম ফকরুদ্দিন ফুটু জানান, তার ভাই ফরহাদ হোসেনের মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান আসাদ অন্যায় ভাবে তার ভাই ও ভাতিজাকে বেদম মারপিট করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
এ ব্যাপারে গতকাল বিকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জানান, তাকে জড়িয়ে ফেসবুক লাইভে মিথ্যাচার করায় জীবনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তার বাবা ফরহাদ হোসেন পেছন থেকে তাকে বাঁশ দিয়ে আঘাত করে। তাই আত্মরক্ষার জন্য তিনি মেরেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত ফরহাদ হোসেনের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।