কলকাতা কথকতা
সাত দশক পর ফের ভারতে চিতা বাঘ
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১১:২৫ পূর্বাহ্ন
সাত দশক পরে আবার চিতা বাঘ ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জন্মদিনে নিজের হাতে অরণ্যে ছেড়েছেন এই চিতাদের শনিবার। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল ফরেস্টের ওয়াচটাওয়ার থেকে এই চিতাদের পর্যবেক্ষণ রিপোর্ট এসে পৌঁছেছে। কেমন প্রথম রাত ভারতীয় জঙ্গলে কাটালো চিতারা। নামিবিয়া থেকে ৯ হাজার কিলোমিটারের উড়ানের জেট ল্যাগ তো ছিলই। তাই, ডিনারে দেয়া মোষের মাংস খুব একটা চেখে দেখেনি আট চিতা। যাদের মধ্যে পাঁচটি মেয়ে ও তিনটি পুরুষ। এদের কয়েকজনের নামকরণও হয়ে গেছে। আশা, ওবান, সিবলি, সাশা, শাবানা, পেডি প্রভৃতি এদের নাম। দু থেকে সাড়ে পাঁচ বছরের চিতাগুলি ক্রমশ মানিয়ে নিচ্ছে নিজেদের আবাসে। আপাতত তাদের রাখা হয়েছে দেড় স্কয়ার কিলোমিটারের একটি এনক্লোজারে। তারপর নিয়ে যাওয়া হবে ১২ স্কয়ার কিলোমিটার একটি এনক্লোজারে। তারপর চার মাস পরে তাদের ছাড়া হবে কুনো ন্যাশনাল ফরেস্টের আদিগন্ত অরণ্যে। সেখানেই ঘরবসত করবে এরা। কুনা ন্যাশনাল ফরেস্ট এর ব্রিডিং বিশেষজ্ঞ জানাচ্ছেন যে মিলনের ঋতুতে এই চিতার বংশবৃদ্ধি হয় কিনা সেটাই দেখার বিষয়। কারণ সঙ্গী অথবা সঙ্গিনী নির্বাচনের ব্যাপারে চিতারা খুব সাবধানী।