মত-মতান্তর
গণতন্ত্রের প্রত্যাশা
ড. মাহফুজ পারভেজ
১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
ড. আকবর আলি খানের (১৯৪৪-২০২২) মৃত্যুতে অবসান হলো এক বর্ণাঢ্য জীবনের। দেশের আমলাতন্ত্রে পেশাজীবনে এবং অবসরকালে সিভিল সোসাইটিতে তিনি স্পষ্টবাদিতা, নীতি, নৈতিকতা ও সততার বিরল গুণাবলিতে দীপ্তমান ছিলেন। তার সক্রিয় উপস্থিতি বাংলাদেশের নাগরিক সমাজকে গণতন্ত্র ও সুশাসনের পক্ষে নানাভাবে সমৃদ্ধ ও প্রণোদিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবাদতুল্য মেধাবী ছাত্র ছিলেন তিনি। ছিলেন দক্ষ নীতিবান সরকারি কর্মকর্তা, ইতিহাস ও অর্থনীতির গবেষক, রাজনীতির নিরপেক্ষ পর্যবেক্ষক, সুলেখক, শিক্ষক, নাগরিক সংগঠক ও সমাজচিন্তক। ব্যক্তিগত আলাপকালে তিনি অনেকবার বলেছেন, ‘ইতিহাসের ছাত্র হয়েও আমার কর্মকালের অধিকাংশ সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে।’ অর্থনীতি নিয়ে গ্রন্থও রচনা করেছিলেন ‘পরার্থপরতার অর্থনীতি’ নামে, যাতে তিনি সরস ও প্রাঞ্জল ভাষায় অর্থনীতির জটিল বিষয় বস্তু ব্যাখ্যা করেছেন। তার গ্রন্থ ‘হিস্টোরি অফ বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের ইতিহাস’ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত মূল্যবান গবেষণা। বইটিতে তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক উত্থান, পরিবর্তন ও রূপান্তর নিয়ে বিশেষণের পাশাপাশি এদেশীয় পরিসরে ইসলাম ধর্মের বিকাশ ও বিস্তারের বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন।

তার গ্রন্থ ‘Some Aspects of Peasant Behaviour in Bengal: A Neo-classical Analysis’ ১৯৮২ সালে প্রকাশিত হয়। ১৯৯৬ সালে প্রকাশিত হয় তার ‘Discovery of Bangladesh’, যে বইটি সামাজিক-রাজনৈতিক ইতিহাস অন্বেষার অতুলনীয় নজির। তার রচিত ‘জীবনানন্দ দাশের কবিতা’ বইটি ২০১৪ সালে প্রকাশ পায়, যার বিষয় বস্তু বনলতা সেনসহ কবি জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতার পুনর্গঠিত মূল্যায়ন।