ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নবাবগঞ্জ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ  করেছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  নবনির্বাচিত  সভাপতি  মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ও সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার। শুক্রবার রাতে  প্রধানমন্ত্রীর  উপদেষ্টার গুলশানের  অফিসে সাক্ষাৎ করেছেন তারা। দীর্ঘ ৮ বছর পর গত ১লা সেপ্টেম্বর  ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমতকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্মেলনের যুগ্ম আহ্বায়ক  ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বেনজির আহমেদ এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার, মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু  প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status