ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

প্রবাস

ইতালিতে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৩:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

mzamin

ইতালিতে বাংলাদেশীদের উদ্যোগে এই প্রথম আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান স্কুলের উদ্বোধন করে বলেন, শুধু শিক্ষিত নয়, আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে এই প্রথম আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল ‘দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের’ বর্ণাঢ্য যাত্রা শুরু হলো।

রোমের একটি পাঁচতারকা হোটেলের বল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। অনুষ্ঠানে ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। স্কুলের শিশুদের বর্ণাঢ্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

স্কুলটির চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা ও সুমাইয়া খানের যৌথ সঞ্চালনায় ভারতের দূতাবাসের প্রথম সচিব মি. দীপঙ্কর, মালয়েশিয়া দূতাবাসের প্রথম সচিব জেসন লো হিয়ান , শ্রীলংকার দূতাবাসের হেড অফ মিশন শিশিরা সেনাভিরাতনে, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, কে এম লোকমান হোসেন, আব্দুর রউফ ফকির, অনির্বাণ সাহা, ফারিয়া রহমান নোহা, মাহিমা মীর, মালিহা জেরিন, সাবা তুন জান্নাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।  বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এই স্কুলটি একটি আদর্শ প্রতিষ্ঠানের রূপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্যোক্তারা জানান, ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করবেন তারা এবং কিছুদিনের মধ্যেই এই স্কুলকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার স্বপ্ন রয়েছে তাদের। অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক সুস্মিতা সুলতানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

১০

লন্ডনে যুক্তরাজ্য বিএনপি’র  সংবাদ সম্মেলন/ আওয়ামী লীগ নেতাকর্মীরাই প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status